For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসিড হামলায় রাজ্যের দুই জেলায় দুজন মহিলার মৃত্যু ঘিরে তোলপাড়

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ অগাস্ট : ধর্ষণের পর মুখে অ্যাসিড ছোঁড়ার ঘটনায় মৃত্যু হল এক মূক ও বধির যুবতীর। এদিন দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট থানা এলাকায়। অভিযুক্ত সুধীর বিশ্বাস পলাতক বলে জানা গিয়েছে। [অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]

আর একটি অ্যাসিড হামলার ঘটনায় হুগলির তারকেশ্বরের এক গৃহবধূর প্রাণ গিয়েছে। এদিন দুপুরে হাসপাতালে তিনিও মারা গিয়েছেন। জানা গিয়েছে, তাঁর মুখে অ্যাসিড ছোঁড়ার ঘটনা ঘটে গত ২৫ জুলাই। [বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, কিশোরীর মুখে অ্যাসিড পাঁশকুড়ায়]

অ্যাসিড হামলায় রাজ্যের দুই জেলায় দুজন মহিলার মৃত্যু

অভিযোগ, ঘটনার দিন রাতে দরজায় কড়া নাড়ে নূর নামে এক ব্যক্তি। দরজা খোলার পরই মহিলার মুখে অ্যাসিড ছোঁড়া হয়। নূর বারবার ওই মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছিল। তা না মানাতেই এই ঘটনা বলে জানা গিয়েছে। ঘটনার পরই অবশ্য গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আক্রান্ত মহিলাকে প্রথমে তারকেশ্বরের হাসপাতালে ভর্তি করা হলেও পরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা গিয়েছেন। [অ্যাসিড-হামলাকারীকে ফাঁসির সাজা দিল আদালত]

এদিকে নদিয়ার ঘটনাতেও রাতেই নিগৃহীতা কিশোরীর মুখে জানালা দিয়ে অ্যাসিড ছুঁড়ে পালায় অভিযুক্ত সুধীর বিশ্বাস। এরপরে যুবতীকে স্থানীয় তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হলেও লাভ হয়নি। এদিন মারা গিয়েছে যুবতী। [পণের খাঁই, স্ত্রীয়ের যৌনাঙ্গে অ্যাসিড, মুখে কেরোসিন ঢালল স্বামী]

জানা গিয়েছে, মাসখানেক আগে বাড়ি কারও না থাকার সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ করে সুধীর বিশ্বাস নামে ওই ব্যক্তি। থানায় অভিযোগ জানানো হলেও মীমাংসা করার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত। এরপরই গতকাল রাতে যুবতীর উপরে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। যুবতীর পিঠ ও কোমড়ের অনেকটা অংশ পুড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

English summary
Two acid attack incident in two zillas in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X