For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাকড়া সংঘর্ষের অবস্থান প্রশ্নে রক্তচক্ষু মুকুল রায়ের, সাংবাদিককে তোপ 'ক্ষুদ্র মাছি' বলে

Google Oneindia Bengali News

মাকড়া সংঘর্ষের অবস্থান প্রশ্নে রক্তচক্ষু মুকুল রায়ের, সাংবাদিককে তোপ 'ক্ষুদ্র মাছি' বলে
কলকাতা, ১ নভেম্বর : মাকড়া সংঘর্ষের প্রশ্নে সাংবাদিকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শীর্ষ তৃণমূল নেতা মুকুল রায়। শুধু তাই নয়, মাকড়া সংঘর্ষে রাজ্য সরকারের অবস্থান কী জানতে চাওয়ায় সংশ্লিষ্ট সাংবাদিককে রীতিমতো তোপ দাগলেন মুকুল।

তোমার মত মাছি আমায় প্রশ্ন করবে? প্রশ্নকর্তা প্রশ্নের উত্তরে তাঁর পেশাগত যোগ্যতা নিয়ে এইভাবেই প্রশ্ন তুললেন মুকুল রায়। যদিও শেষপর্যন্ত আসল প্রশ্নের উত্তরটা আর দিতে পারেননি তিনি।

বীরভূমের মাকড়া জেলায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষের ঘটনা খবরে আসতেই শোরগোল পড়ে যায়। এলাকায় পুলিশ ১৪৪ ধারা করে। যদিও গ্রামবাসীদের অভিযোগ, ১৪৪ ধারা জারি থাকলেও বেশ কিছু দুষ্কৃতী, তৃণমূলের কর্মী অবাধেই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। অথচ সিপিএম-কংগ্রেস-বিজেপির রাজ্য প্রতিনিধিদের এলাকায় ঢুকতে বাধা দেয় পুলিশ। এমনরী মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে ৩ সদস্যের এক প্রতিনিধি দল মাকড়ার এলাকা পরিদর্শনের জন্য চৌমণ্ডলপুর এলাকায় ব্যারিকেট ভেঙে এগোতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, নাকভি-সহ অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের গ্রেফতার করে পুলিশ। যদিও পরে পাড়ুই থানায় নিয়ে গিয়ে তাদের জামিনে মুক্ত করা হয়। এই ঘটনা জাতীয় স্তরে ছড়িয়ে পড়ে।

এই গোটা বিষয়টি নিয়েই শুক্রবার মুকুল রায়কে সাংবাদিকদের একাংশ প্রশ্ন শুরু করেন। এই সময় এক সাংবাদিক মাকড়া প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান জানতে চাইলে তার উপর রীতিমতো ক্ষুব্ধ হন মুকুল। প্রশ্ন তোলেন সাংবাদিকের যোগ্যতা নিয়েও। ওই সাংবাদিককে মাছি বলে কটাক্ষ করেন মুকুল রায়। বলেন, "তোমার মত মাছি আমায় প্রশ্ন করবে?"

মুকুল রায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। বরিষ্ঠ কংগ্রেস নেতা আবদুল মান্নান মুকুল রায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, আসলে উনি দলের ভবিষ্যৎ সম্পর্তে ভীত, চিন্তিত, কী উত্তর দেবেন বুঝতে না পেরেই এধরণের প্রতিক্রিয়া দিয়েছেন।

লোকসভা পরবর্তী সময় থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির আচমকা উত্থান হয়েছে। আর এই উত্থানটাই ভালভাবে নিতে পারছে না তৃণমূল। প্রায় আখছাড়ই বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনা শোনা যায়। তার উপরে সারদা চিটফান্ড কাণ্ড থেকে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ, পশ্চিমবঙ্গ জামাত জঙ্গীদের স্বাধীনভূমি, মাকড়া কাণ্ড একের পর এক ঘটনায ক্রমেই দেওয়ালে পিঠ ঠেকছে তৃণমূলের। আর তার জেরেই তৃণমূল নেতারা এমন আচরণ করছেন বলে মত বিজেপির।

English summary
Mamata's man reacts to question on Makhra violence, calls scribe a "small fly"
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X