For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ বাণীবন্দনা, সকাল থেকেই স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অজ্ঞতার অন্ধকার দূর করার শপথ

আজ বুধবার বাণীবন্দনা। বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানাচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ ফেব্রুয়ারি : আজ বুধবার বাণীবন্দনা। বিদ্যার দেবী সরস্বতী পুজো। সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে অজ্ঞতার অন্ধকার দূর করার প্রার্থনা জানাচ্ছেন। স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান, এমনকী বাড়ি বাড়ি এই পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা চলছে।

আদতে সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী। সেই আঙ্গিকে সরস্বতী পুজো একটা উঞসবে পরিণত হয়েছে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরসব্তী পুজোর আয়োজন হয়। সেই কারণে এই তিথিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। এদিন সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে বাসন্তী দেবীর আরাধনা শুরু হয়েছে।

আজ বাণীবন্দনা, সকাল থেকেই স্কুল-কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অজ্ঞতার অন্ধকার দূর করার শপথ

এদিন সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে হাতেখড়ি দেওয়ার রেওয়াজ নতুন বিদ্যার্থীদের। এদিনই ছোটরা বিদ্যার দেবীর সামনে হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু করে। অভিভাবকরা কল্যাণময়ী দেবীর তরণে প্রণতি জানান, অজ্ঞতার অন্ধকার দূর কর, তাঁদের শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষত করে তুলতে।

এই দিনে সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়।

English summary
Today Bani-bandana. From morning devotee take oath to remove the darkness of ignorance from the various institutions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X