For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভিলেন’ কুয়াশা, ‘দোসর’ অবরোধ, দ্বিফলায় এলোমেলো ট্রেনের টাইম টেবল

কুয়াশার চাদরে ঢাকা রেল লাইন। আর তারই জেরে ট্রেনের টাইম টেবিল হয়ে গিয়েছে এলোমেলো। ‘ভিলেন’ কুয়াশার দাপটে আজ তিনদিন ধরে নাস্তানাবুদ হতে হচ্ছে রেলওয়ের যাত্রী সাধারণকে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও হাওড়া, ৫ ডিসেম্বর : কুয়াশার চাদরে ঢাকা রেল লাইন। আর তারই জেরে ট্রেনের টাইম টেবিল হয়ে গিয়েছে এলোমেলো। 'ভিলেন' কুয়াশার দাপটে আজ তিনদিন ধরে নাস্তানাবুদ হতে হচ্ছে রেলওয়ের যাত্রী সাধারণকে। সোমবার সাপ্তাহিক কাজের প্রথম দিনে তা মাত্রা ছাড়াল। উত্তর ভারতে কুয়াশার দাপটের সঙ্গে যোগ দিল উত্তর-পূর্ব ভারতে আদিবাসীদের অবরোধ-কর্মসূচি। রেল পরিষেবা বিপর্যস্ত।

তিনদিন ধরে উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে হাওড়া ও শিয়ালদহে কোনও ট্রনই সময়ে চলছে না। এমন অনেক ট্রেন রয়েছে, যেগুলি ২৪ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে। দূরাপ্লার ট্রেনের যাত্রীরা পড়েছেন গভীর সঙ্কটে। ট্রেন দেরিতে চলার কারণে যেমন স্টেশন দীর্ঘ প্রতীক্ষায় থাকতে হচ্ছে, তেমনি যে সমস্ত ট্রেন আটকে পড়ছে বা ধীরে চলছে, সেই ট্রেনগুলিতে খাদ্য-সঙ্কট দেখা দিয়েছে। সাধারণ যাত্রীরা জেরবার হয়ে যাচ্ছে সমস্যায়।

‘ভিলেন’ কুয়াশা, ‘দোসর’ অবরোধ, দ্বিফলায় এলোমেলো ট্রেনের টাইম টেবিল

রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে, অধিকাংশ দূরপাল্লার ট্রেনই দেরিতে পৌঁছচ্ছে। আবার ছাড়তেও পার হয়ে যাচ্ছে পুরো একটা দিন। জানা গিয়েছে, পূর্বা, কালকা-হাওড়া, আনন্দবিহার, তুফান, ডাউন অমৃতসর, ডাউন যোধপুর প্রভৃতি এক্সপ্রেস ট্রেনগুলি ১৫ ঘণ্টারও বেশি দেরিতে চলছে।

এর মধ্যে আনন্দবিহার এক্সপ্রেস চলছে ২৪ ঘণ্টা দেরিতে। বিভূতি, শিয়ালদহ-জম্মু, কলকাতা-গোরক্ষপুর, দুন, বাগ এক্সপ্রেস ৬ থেকে ৮ ঘণ্টা দেরিতে চলছে। নিউদিল্লি-ফারাক্কা-মালদহ এক্সপ্রেস ১২ ঘণ্টা ও দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে চলছে।

এদিকেঅসমের কোকরাঝাড়ে আদিবাসী সংগঠেনর রেল অবরোধের জেরে উত্তর-পূর্ব ভারতে আটকে পড়েছে বহু ট্রেন। উত্তর বঙ্গের বহু স্টেশন সকাল থেকে আটকে রয়েছে দূরপাল্লার ট্রেনগুলি। কামরূপ, রঙ্গিয়া, দাদর, কামাক্ষ্যা-গয়া, জনশতাব্দী, নর্থ ইস্ট-ওয়েস্ট, উখা এক্সপ্রেস আটকে পড়ে। সকাল ছ'টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টার অবরোধের ঝক্কি সামলে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালাচ্ছে ট্রেন চলাচল।

English summary
Because heavy fog in North India and rail blockage at Assam, the time table of train were inverted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X