For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষার মান ছেড়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পোশাক নিয়ে মন্তব্য সুব্রত মুখোপাধ্যায়ের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ আগস্ট : কিছুদিন আগে রাজ্যের ঐতিহ্যবাহী দুই শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজের শিক্ষার মান নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যা। এবার যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক নিয়ে মন্তব্য করে সেই বিতর্কেই ঘি ঢাললেন মন্ত্রী। [ফের যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়াদের পাশে সুব্রত, অস্বস্তিতে সরকার]

যাদবপুর ও প্রেসিডেন্সি কলেজ বর্তমানে সবচেয়ে উগ্র বলে মন্তব্য করেন সুব্রতবাবু। বলেন, "যে পোশাক পরে ওরা আন্দোলন করে তা একটু বেশি হওয়া উচিত। রুমালে যতটুকু কাপড় আছে শরীরে ততটুকু কাপড় যদি থাকে তাহলে নিশ্চই অপসংস্কৃতি। পোশাকে ভব্যতা রেখে আন্দোলন করুক না।" ['কিস অফ লাভ' প্রতিবাদে শামিল যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারা]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক আর একটু বেশি হওয়া উচিত : সুব্রত মুখোপাধ্যায়

যাদবপুরের ছাত্রীদের পোশাকের ক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া উচিত এই মন্তব্য করার পাশাপাশি যাদবপুরের আন্দোলবের ধরন নিয়েও কটুক্তি করেন রাজ্যের মন্ত্রী। [এশিয়ার সেরা ১০০: বাংলা থেকে জায়গা পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়]

সুব্রত বাবু বলেন, "রাস্তায় দাঁড়িয়ে যে কাণ্ড করে ওরা আন্দোলন করে আর ভিতরে যা যা হয় তা মাইকে উচ্চারণ করতে পারব না। ওরা (যাদুবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা) বাঙালিয়ানায় আমেরিকান।" [পড়ুয়াদের ন্যায্য প্রতিবাদে গায়ে ফোসকা, 'নেশাখোরদের আন্দোলন' বলল তৃণমূল]

মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ যাদবপুর ও প্রেসিডেন্সি কলেজের পড়ুয়ারা। ক্ষোভ প্রকাশ করেছেন যাদবপুরের শিক্ষকদের একাংশও। [৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে, তোপ বিজেপি বিধায়কের!]

উল্লেখ্য গত ১২ আগস্ট, একটি অনুষ্ঠানে সুব্রতবাবু মন্তব্য করেন, "বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি কলেজের শিক্ষার মান নেমেছে। আমার মনে হয় আগামী ৩ বছর এই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা উচিত। একসময় আফসোস ছিল যাদবপুরে পড়তে পারিনি। এখন ভাবি ভাগ্যিস যাদপপুরে পড়িনি। উশৃঙ্খলায় যাদবপুর-প্রেসিডেন্সিই তো পথ দেখায়।"

English summary
Subrata Mukherjee comment on Jadavpur University, Presidency College Students's dress, erupts controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X