For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গুরে হারানো জমি ফিরে পেয়ে উৎসবে সামিল সাধারণ মানুষ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ অগাস্ট : ২০১১ সালের ১৩ ই মে ৩৪ বছরের বাম শাষনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেসের সরকার। রাজনৈতিক মহলের অনেকেই সিঙ্গুরের জমি আন্দোলনকে এই জয়ের ভিত্তি হিসাবে দেখেন। প্রায় ১০ বছর পরে মুখ্যমন্ত্রীর কথা মতো সিঙ্গুরের কৃষকরা তাদের জমি ফেরত পেতে চলেছে। আজকে সুপ্রিমকোর্টের রায় ঘোষণার পরে তাই উৎসবে সামিল হল সিঙ্গুরের সাধারন মানুষ।[সিঙ্গুরের রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন]

আজ দুপুরে টেলিভিশনে সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ ছিল, এই খবর জানাজানি হতেই মুখ্যমন্ত্রীর ছবি এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। সবুজ আবিরে মেখে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিয়ে উৎসবে মেতেছে তৃণমূল কর্মী থেকে অনিচ্ছুক কৃষক সকলেই। দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষার পরে এই রায়ে এসেছে স্বাভাবিকভাবে সিঙ্গুরের কৃষক পরিবারগুলি এখন চিন্তামুক্ত। [সিঙ্গুরে জমি অধিগ্রহণ অবৈধ, ১০ সপ্তাহে ফেরত দিতে হবে জমি, নির্দেশ সুপ্রিম কোর্টর]

সিঙ্গুরে হারানো জমি ফিরে পেয়ে উৎসবে সামিল সাধারন মানুষ

সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, "২ তারিখ সিঙ্গুর এবং রাজ্যের অন্যান্য প্রান্তেও এই জয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় দিবস হিসাবে পালন করা হবে"। এদিন মুখ্যমন্ত্রী সুপ্রিমকোর্টের এই রায়কে "ঐতিহাসিক এবং সিঙ্গুরের মানুষের জয়" বলেন। [সিঙ্গুর নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, আবেগে ভাসল টুইটার]

বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিঙ্গুরের জমি সেখানকার কৃষকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে আজ সুপ্রিমকোর্টের তার রায়ে জানিয়ে দেন আগামী ১০ সপ্তাহের মধ্যেই কৃষকদের জমি ফেরত দিতে হবে। তাই জমি ফেরত এখন সময়ের অপেক্ষা মাত্র। [আজ মহাশ্বেতাদিকে খুব মিস করছি : মমতা বন্দ্যোপাধ্যায়]

English summary
Singur celebrates victory today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X