For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রবিক্ষোভে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, ঘেরাও মুক্ত উপাচার্য

গৌ়ডবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ এখনও অব্যাহত। টানা দু রাত ধরে ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও রয়েছেন উপাচার্য গোপাল কুমার মিশ্র।

  • |
Google Oneindia Bengali News
মালদহ, ১৯ ফেব্রুয়ারি : গৌ়ড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। টানা দু দিন ধরে ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হন উপাচার্য গোপাল কুমার মিশ্র। তারপর ৪৫ ঘণ্টা পর মুক্ত হন তিনি। ঘটনায়, বালুরঘাট কলেজের ১০ ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ছাত্র ছাত্রীদের নম্বর বাড়িয়ে দেওয়ার দাবিতে চলে বিক্ষোভ। দাবি ওঠে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সনাতন দাসকে অপসারণ করতে হবে। ছাত্রদের দাবি, প্রতিবার বিশ্ববিদ্যালয়ের ফলাফল খারাপ হওয়ার জন্যই তাঁরা এই বিক্ষোভ চালাচ্ছেন।

ছাত্রবিক্ষোভে উত্তাল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রায় ২ দিন ধরে ঘেরাও উপাচার্য

এদিকে ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফোনে উপাচার্য গোপাল কুমার মিশ্রকে না পেয়ে তাঁর মালদহের এসপিকে তিনি জানান, কোনও মতেই যেন ছাত্রদের নম্বর বাড়িয়ে দেওয়ার অন্যায্য দাবিকে মেনে নেওয়া না হয়।

এদিকে,৪৫ ঘণ্টা টানা ঘেরাও -এর মধ্যে থাকেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য। ছাত্র বিক্ষোভে আটকে ছিলেন পরীক্ষার পরিদর্শকরা, অধ্যাপক পরীক্ষা নিয়ামক সহ অনেকে। যদিও বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশকে ঢুকতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষযদিও এর আগে ছাত্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনায় বসলেও উঠে আসেনি কোনও সমাধান সূত্র।

English summary
S tudent agitation is going on at Gour Banaga Univerity of Malda.The vice chancellor is still in university campus amid student 'Gherao'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X