For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোর সন্দেহে গণপিটুনির শিকার রিলায়েন্স জিও-র কর্মীরা! রাজ্যে কোথায় এমন ঘটনা

এমন ঘটনায় হতবম্ভ জিও কর্মীারা। আক্রান্তদের আসল পরিচয় জানার পর লজ্জায় এখন মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না গড়বেতার মানুষ।

Google Oneindia Bengali News

ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন রিলায়েন্স জিও-র কর্মীরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিও নেটওয়ার্কের দুই কর্মী-সহ তিনজন গুরুতর জখম হয়েছেন।

জিও নেটওয়ার্কের কাজে এসেছিলেন দুই কর্মী। একটি অটোরিকশায় চড়ে তারা এসেছিলেন এলাকায়। এলাকায় কাজ করার সময় তাঁদের উপর চড়াও হন স্থানীয়রা। স্থানীয়রা ছেলেধরা সন্দেহে সঞ্জীবকুমার সাউ ও রমেশচন্দ্র বাবু নামে দুই কর্মীকে বেধড়ক মারধর করা হয়। অটোচালক সুজিত মণ্ডলকেও বেধড়ক প্রহার করেন স্থানীয়রা। তাঁদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়।

চোর সন্দেহে গণপিটুনির শিকার রিলায়েন্স জিও-র কর্মীরা! রাজ্যে কোথায় এমন ঘটনা

গণপ্রহারে জখম জিও-র দুই কর্মী এবং অটোচালককে দ্বারগড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে, রিলায়েন্স জিও কর্মীদের গণপ্রহারের এই ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময়ই খবর আসে এলাকায় আরও এক সন্দেহভাজন অপরিচিত যুবকেও চোর সন্দেহে ধরা হয়েছে। তাঁকেও গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে জানা যায় জগদীশ মাজি নামে ওই যুবকের বাড়ি বাঁকুড়ায়। গড়বেতায় একটি কাজে এসেছিলেন তিনি। পরেও তাঁকেও দ্বারগড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।

English summary
Reliance Jio workers were lynched by a mob in Garbeta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X