For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার বিধাননগরের ৯টি বুথে, আসানসোলের ২টি বুথে পুনর্নির্বাচন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ অক্টোবর : আগামিকাল বিধাননগর পুরসভার ৯টি বুথে পুনর্নির্বাচন হবে বলে জানালেন রাজ্যের অস্থায়ী মুখ্য নির্বাচন কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আসানসোল পুরসভার অন্তর্গত দুটি বুথেও পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছেন তিনি। [পদত্যাগ করলেন সুশান্তরঞ্জন, নয়া রাজ্য নির্বাচন কমিশনার বর্তমান পরিবহন সচিব!]

বুধবারই সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এদিন বৃহস্পতিবার পুনর্নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা জানান আলাপনবাবু। এমনকী গণনা নিয়েও ধোয়াশা রেখে দেন।

শুক্রবার বিধাননগরের ৯টি ও আসানসোলের ২টি বুথে পুনর্নির্বাচন

এই তিনিই এদিন জানান বিধাননগরের ৯, ৩৩, ৩৪ ও ৪১ নম্বর ওয়ার্ডের মোট ৯টি বুথে ফের নির্বাচনের কথা। পাশাপাশি এও জানা গিয়েছে, আগামী শনিবার হবে ভোটগণনা। এছাড়া আসানসোলের ১৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের দুটি বুথে নতুন করে ভোট নেওয়া হবে।

দায়িত্ব নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এত ফুটেজ এত কমসময়ে দেখা সম্ভব নয়। ফলে কীভাবে সমাধান সূত্রে পৌঁছনো সম্ভব সেইসকল দিকই খতিয়ে দেখা হচ্ছে। এরপরই এদিন ভোট সংক্রান্ত কমিশনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাজ্যের পরিবহণ সচিব পদে দায়িত্বপ্রাপ্ত আলাপনবাবুকে সুশান্তরঞ্জন উপাধ্যায়ের ইস্তফার পরে অস্থায়ী মুখ্য নির্বাচনী কমিশনার করে আনা হয়েছে। এই ভোট মিটে গেলেই নিজের দায়িত্বে ফিরে যাবেন তিনি। ফলে একজন সরকারি কর্মচারী হয়ে কীভাবে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া সম্ভব তা নিয়েই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।

English summary
Re-elections will be done on friday in 9 booths of Bidhannagar Municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X