For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে ডাল সবজি খেলেন রাহুল গান্ধী

আর একদিন বাদেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগেই কৃষক 'বন্ধুদের' সঙ্গে সময় কাটালেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। শেষ দিনের নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বসে ডাল ভাল খেলেন তিনি।

Google Oneindia Bengali News

সাংরুর (পাঞ্জাব), ২ ফেব্রুয়ারি : আর একদিন বাদেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগেই কৃষক 'বন্ধুদের' সঙ্গে সময় কাটালেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। শেষ দিনের নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বসে ডাল ভাল খেলেন তিনি। রাহুলের এহেন আচরণে উচ্ছ্বসিত বালিয়ান গ্রামের মানুষজন।[বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী, দাবি এই মহিলার!]

রাহুলের পরনে ছিল ডেনিম জিনস, সাদা পাঞ্জাবী আর হাফ হাতা জ্যাকেট। গ্রামবাসীরা 'সাঁঝা চুলহা' (সবার খাবার যেখানে একসঙ্গে তৈরি হয়।) ব্যবস্থা করে। সেখানে সবার সঙ্গে মাটিতে পাতা সতরঞ্চিতে বসে সাধারণ খাবার খান রাহুল, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গ্রামের মানুষের সুবিধা অসুবিধা খবরাখবর নেন তিনি।[রাহুল -অখিলেশ যৌথ সাংবাদিক সম্মেলন, উঠে এল রামমন্দির থেকে মায়াবতী ইস্যু]

পাঞ্জাবের গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে ডাল সবজি খেলেন রাহুল গান্ধী

গ্রামবাসীরা নিজেদের সমস্যার কথা জানাতে গেলে রাহুল তাদের কংগ্রেসে ভোট দেওয়ার আর্জি জানান। রাজ্যে পরবর্তী সরকার এলে তাদের সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।[ছেঁড়া কুর্তা দেখালেন রাহুল, ট্রোলের ছড়াছড়ি স্যোশাল মিডিয়ায়]

রাহুল বলেন, "অন্য দলের ফাঁদে পা দেবেন না।" আজই পাঞ্জাবের নির্বাচনী প্রচারের সময়সীমা বিকেল ৫ টায় শেষ হচ্ছে। রাজ্যের ১১৭টি বিধানসভা আসনের জন্য আগামী শনিবার ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। মূল লড়াইটা হবে শাসক শিরোমণি আকালি দল ও বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে।[কেন্দ্রকে চাপে ফেলতে মোদীর কাছে এই কয়েক দফার শর্ত রাখলেন রাহুল]

English summary
Rahul Gandhi enjoys ‘dal-sabzi’ with Punjab villagers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X