For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইটাহারে বন্যা দুর্গতদের কাছে এই কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, বাড়ছে ক্ষোভ

রান্না করা খাবার বা ত্রাণের সামগ্রী কিছুতেই পৌঁছানো যাচ্ছে না উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বন্যা দুর্গতদের একাংশের কাছে।

  • |
Google Oneindia Bengali News

মজুত রয়েছে খাবার। কিন্তু সেই রান্না করা খাবার বা ত্রাণের সামগ্রী কিছুতেই পৌঁছানো যাচ্ছে না উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বন্যা দুর্গতদের একাংশের কাছে। আর খাবার না পৌঁছানোয় বাধ্য হয়ে খিদের জ্বালাতেই দিন কাটাতে হচ্ছে প্রবল বন্য়ায় বিপর্যস্ত এই মানুষদের।

ইটাহারে বন্যা দুর্গতদের কাছে এই কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, বাড়ছে ক্ষোভ

ত্রাণের জন্য খাবার নিয়ে প্রায় প্রতিদিনই এলাকায় হাজির হচ্ছে বহু সমাজসেবী সংগঠন। তবে অভিযোগ প্রশাসনের তরফে কোনও রকমের সাহায্য না মেলায়, সেই ত্রাণের খাবার বন্টন করা যাচ্ছে না। জল পেরিয়ে এলাকায় ঢোকার জন্য প্রয়োজনীয় স্পিডবোট বা নৌকার পর্যাপ্ত বন্দোবস্ত না থাকাতেই এই বিপত্তি বলে অভিযোগ।

ইটাহারে বন্যা দুর্গতদের কাছে এই কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না, বাড়ছে ক্ষোভ

তবে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ত্রাণ বিলির জন্য নৌকা ও স্পড বোটের ব্যবস্থা করা হচ্ছে। তবে ঘটনা স্থলে ত্রাণ বিলি করতে নেমে দেখা যাচ্ছে নৌকা স্পিডবোট কোনওটাই নেই। ফলে ইটাহারের বহুন, সুরুন, ইন্দ্রান, গুলন্ধর সহ বিভিন্ন জলমগ্ন এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। রান্না করা খাবার , শুকনো খাবার , পানীয় জল, মোমবাতি সহ একাধিক ত্রাণের সমাগ্রী ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবর দাবি , ত্রাণ বিলির আগে প্রশাসনকে জানালে স্পিডবোটের ব্যবস্থা করা সুবিধাজনক হবে।

English summary
Problem regarding relief material distribution in Itahar.Evryone accuses adminitriton faliure.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X