For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদায় সিবিআই তদন্তের বিরুদ্ধে পথে নামছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মম
কলকাতা, ২৭ নভেম্বর: সারদা-কাণ্ডে সিবিআই কেন শাসক দলের লোকজনকে ধরছে, মূলত এই ইস্যুতে আগামীকাল অর্থাৎ শুক্রবার মহানগরীতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। যদিও সে কথা প্রকাশ্যে বলা হচ্ছে না। যেটা বলা হচ্ছে, সেটা হল বাংলার সংস্কৃতি-ঐতিহ্যের ওপর আঘান হানা হচ্ছে!

সারদা-কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, ততই কোণঠাসা হচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু গ্রেফতার হওয়ার পর তারা আরও অস্বস্তিতে পড়েছে। তাই শক্তি প্রদর্শনে মরিয়া তারা। দু'দিন আগেই মমতার নেতৃত্বে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়েছে। এ বার তাঁর অনুগত বুদ্ধিজীবীদের তিনি পথে নামার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার নন্দন থেকে মিছিল শুরু হয়ে জওহর শিশু ভবনের সামনে দিয়ে তা যাবে বিড়লা তারামণ্ডল। সেখান থেকে বামদিকে ঘুরে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে এসে থামবে। ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন প্রমুখ অনুগতরা যেমন থাকবেন, তেমনই সদ্য জার্সি বদলানো অরিন্দম শীল, সুবোধ সরকার প্রমুখ যাবেন মিছিলে। অভিনেতা-সাংসদ দেব থাকবেন বলেও খবর।

এই মিছিল নিয়ে কটাক্ষ করছেন অনেকে। যেমন চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায় বলেন, "শুনলাম সিবিআই তদন্তের প্রতিবাদ করে মিছিল হবে। কিন্তু সিবিআই তদন্তের প্রতিবাদ মানে তো চুরির অধিকার চাওয়া!"

এমনকী তৃণমূলপন্থী বুদ্ধিজীবী রুদ্রনীল ঘোষও বলেছেন, "বাংলা সংস্কৃতির ওপর কীভাবে আঘাত করা হল, বুঝতে পারছি না। যদি না বুঝতে পারি, তা হলে যাব না।"

English summary
Pro-TMC intellectuals to hold a rally tomorrow against CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X