For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সদ্য নিযুক্ত ৫৫ জন পার্শ্বশিক্ষকের নিয়োগ খারিজ করল প্রাথমিক শিক্ষা সংসদ

সদ্য নিযুক্ত ৫৫ জন পার্শ্ব শিক্ষকের নিয়োগ খারিজ করে দিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবারই ওই ৫৫ শিক্ষককে চিঠি দিয়ে খারিজের কথা জানানো হয়েছে।

Google Oneindia Bengali News

দক্ষিণ দিনাজপুর, ১৪ মার্চ : সদ্য নিযুক্ত ৫৫ জন পার্শ্ব শিক্ষকের নিয়োগ খারিজ করে দিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সোমবারই ওই ৫৫ শিক্ষককে চিঠি দিয়ে খারিজের কথা জানানো হয়েছে। বেকায়দায় পড়ে সদ্য নিযুক্ত দক্ষিণ দিনাজপুরের পার্শ্বশিক্ষকেরা আন্দোলনে নামছেন। এমনকী তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার পথেও হাঁটবেন বলে জানিয়েছেন।[টেট কেলেঙ্কারিতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল বিধানসভায়]

দক্ষিণ দিনাজপুর জেলায় মোয় ১০৮৯ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। অনেকেরই চাকরি একমাস অতিক্রান্ত। এরই মধ্যে ৬১ জন পার্শ্ব শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে যায়। প্রশ্ন ওঠে যে জেলায় পার্শ্ব শিক্ষকের জন্য কোনও সংরক্ষিত আসন নেই, সেখানে নিয়োগ করা হল কীভবে?[টেট কেলেঙ্কারিতে জড়িত তৃণমূলের মন্ত্রী-বিধায়করা]

সদ্য নিযুক্ত ৫৫ জন পার্শ্বশিক্ষকের নিয়োগ খারিজ করল প্রাথমিক শিক্ষা সংসদ

এই বিতর্কের পরই তাঁদের নিয়োগ খারিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সকলের নিয়োগ খারিজ না করে ৫৫ জনের নিয়োগ খারিজ করে দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বাকি ছ'জনের মধ্যে চারজনকে বহাল রাখা হয়েছে। একজন এখনও চাকরিতে যোগ দেননি। অন্যজন চাকরি থেকে অব্যহতি নিয়েছেন।[এবার চাকরি পেয়েছেন মিস্টার 'ওয়াই'! নয়া বিতর্কে প্রাইমারি টেট]

নবনিযুক্ত শিক্ষকেরা কেউ পার্শ্বশিক্ষকের প্রমাণ দেখাতে পারেননি। তাই তাদের নিয়োগ খারিজ করে দেওয়া হয়েছে। পর্ষদের তরফ থেকেই এই নির্দেশ আসে জেলা স্কুল পরিদর্শকের কাছে।

English summary
Primary school council rejected appointment of 55 newly appointed teachers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X