For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ম-জাতির নামে ভোট চাইতে পারবে না নেতারা, জানাল সুপ্রিম কোর্ট

ধর্ম-জাতির নামে রাজনৈতিক নেতারা ভোট চাইতে পারবেন না। আসন্ন গুরুত্বপূর্ণ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সোমবারদিন এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ জানুয়ারি : ধর্ম-জাতির নামে রাজনৈতিক নেতারা ভোট চাইতে পারবেন না। আসন্ন গুরুত্বপূর্ণ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সোমবারদিন এই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ কর্মযজ্ঞ। মানুষ এবং কাকে তারা পুজো করবে সম্মান দেবে তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত পছন্দ। রাজ্যও এবিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না।

ধর্ম-জাতির নামে ভোট চাইতে পারবে না নেতারা, জানাল সুপ্রিম কোর্ট

হিন্দুত্বের মামলায় ৭ বিচারককে নিয়ে গঠিত বেঞ্চ একাধিক আবেদনকারীদের দলিল শোনার পর এই রায় জানানো হয়েছে।

১৯৯০ সালের একটি পিটিশনের বিস্ফোরক একটি প্রশ্নর উত্তর খুঁজতে গিয়েই এই সিদ্ধান্তে পৌঁছিয়েছে বিচারকদের বেঞ্চ। প্রশ্নটি ছিল একজন ধর্মীয় গুরু কি কোনও রাজনৈতিক দলের জন্য নিজের ভক্তদের কাছে ভোটের আবেদন জানাতে পারেন? তা কি জন প্রতিনিধিত্ব আইনের ১২৩ নম্বর ধারায় নির্বাচন বিভ্রাট নয়?

মুখ্য বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এম বি লোকুর, বিচারপতি এস এ বোবড়ে এবং বিচারপতি এলএন রাও নির্বাচনে থেকে ধর্মকে উপড়ে ফেলার পক্ষে ছিলেন। যেখানে বিচারপতি এ কে গোয়েল, বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলায় সংখ্যালঘু হয়ে পড়েছিলেন।

English summary
Politicians cannot seek votes in name of caste, creed or religion: Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X