For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাড়ির ডিকি খুলতেই ২ কোটি টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার শিলিগুড়িতে! তদন্তে আয়কর দফতর

গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগের মধ্যে থাক থাক টাকার প্যাকেট। সব ৫০০ ও হাজার টাকার নোট। রবিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ২ কোটি টাকা উদ্ধার করল পুলিশ।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ি, ১৪ নভেম্বর : গাড়ির ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগের মধ্যে থাক থাক টাকার প্যাকেট। সব ৫০০ ও হাজার টাকার নোট। রবিবার রাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে দু'হাজার কোটি টাকা উদ্ধার করল পুলিশ।

কোথা থেকে এল ওই টাকা, চালক ও তিন আরোহীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তে আয়কর দফতরও।

গাড়ির ডিকি খুলতেই ২ কোটি টাকা মূল্যের বাতিল নোট উদ্ধার শিলিগুড়িতে! তদন্তে আয়কর দফতর


দেশে কালো টাকা উদ্ধারে রাতারাতি ৫০০ ও হাজার টাকার নোট বাতিল করেছে কেন্দ্র। দেশজুড়ে তাই শুরু হয়েছে প্রবল অর্থ-সঙ্কট। নতুন নোটের জন্য তীব্র হাহাকার ব্যাঙ্ক ও এটিএমের সামনে। ইটাহারের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা একটি গাড়ি আটক করে তল্লাশির সময় পুলিশ দেখে ডিকিতে থাক থাক পাঁচশো এবং হাজার টাকার নোট।

কোথা থেকে এল টাকা? জেরায় ধৃত রায়গঞ্জের চার বাসিন্দা জানায়, তারা জমি ব্যবসায়ী। সেই কারবারের টাকাই গাড়িতে রাখা ছিল। কিন্তু এই কথায় পুলিশের সন্দেহ দূর হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে করে ওই চারজন কালো টাকা পাচার করছিল।

শনিবার রাতেও ৩১ নম্বর জাতীয় সড়কের নক্সালবাড়ির রথখোলা মোড়ে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ৯০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় নির্মল আগরওয়াল নামে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দাকে। দুটি ক্ষেত্রেই তদন্ত চালাচ্ছে আয়কর দফতর।

English summary
Police has recovered black money from car in Siliguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X