For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিং বিস্ফোরণেও গুরুংদের হাত! ইউএপিএ-তে মামলা দায়ের মমতার পুলিশের

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছিল, এই ধরনের ঘটনা মাওবাদী বা কোনও জঙ্গি সংগঠনের কাজ হতে পারে। আচমকাই তদন্তের অভিমুখ ঘুরে গেল মোর্চার দিকে।

  • |
Google Oneindia Bengali News

দার্জিলিং বিস্ফোরণ-কাণ্ডে বিমল গুরুং-সহ তিন মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করল পুলিশ। দার্জিলিং জেলা পুলিশ এই নাশকতার পিছনে গোর্খা জনমুক্তি মোর্চার হাত রয়েছে বলে মনে করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে নাশকতায় মোর্চার জড়িত থাকার প্রমাণ তাঁরা হাতে পেয়েছে। সেই কারণেই মোর্চা নেতা বিমল গুরুং, প্রকাশ গুরুং ও প্রণয় সুব্বার নামে মামলা করা হয়েছে।

[আরও পড়ুন:দার্জিলিংয়ে সুপার মার্কেট এলাকায় শক্তিশালী বিস্ফোরণ, তদন্তে সিআইডি][আরও পড়ুন:দার্জিলিংয়ে সুপার মার্কেট এলাকায় শক্তিশালী বিস্ফোরণ, তদন্তে সিআইডি]

শুক্রবার গভীর রাতে দার্জিলিংয়ের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। চকবাজারের মধ্যে রাস্তার উপর আইইডি জাতীয় কোনও বিস্ফোরক ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছিল, এই ধরনের ঘটনা মাওবাদী বা কোনও জঙ্গি সংগঠনের কাজ হতে পারে।

দার্জিলিং বিস্ফোরণেও গুরুংদের হাত! ইউএপিএ-তে মামলা দায়ের মমতার পুলিশের

তদন্তের গতিপ্রকৃতি সেইদিকেই এগিয়ে নিয়ে যেতে থাকে পুলিশ। সেইসঙ্গে দু-মাস ধরে পাহাড়ে জঙ্গি আন্দোলন চালিয়ে আসছে গোর্খা জনমুক্তি মোর্চা। তাই বিস্ফোরণের পিছনে মোর্চা-যোগের কথা একেবারে উড়িয়ে দিতে পারেনি পুলিশ। পুলিশ মনে করছে, নিজেদের শক্তির জানান দিতেই মোর্চা এমন ঘটনা ঘটাতে পারে। সেই সংক্রান্ত তথ্য-প্রমাণ তাঁদের হাতে উঠে আসছে।

[আরও পড়ুন:চুপ মমতা, দার্জিলিং বিস্ফোরণের পিছনে মাওবাদী যোগ দেখছেন মন্ত্রী গৌতম দেব][আরও পড়ুন:চুপ মমতা, দার্জিলিং বিস্ফোরণের পিছনে মাওবাদী যোগ দেখছেন মন্ত্রী গৌতম দেব]

এরপরই মোর্চা সুপ্রিমো বিমল গুরুং, যুব মোর্চা সভাপতি প্রকাশ গুরুং ও আর এক মোর্চা নেতা প্রণয় সুব্বার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১২১, ১২১এ, ইউএপিএ আইনের ১৬, ১৮, ১৮এ, ১৮বি ধারায় মামলা রুজু করা হয়। সরকারি সম্পত্তি নষ্টের ধারাও যোগ করা হয় এই মামলায়। সরকার গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখছে। দার্জিলিং জেলা পুলিশের পাশাপাশি সিআইডি তদন্তও চালাচ্ছে সমান্তরালভাবে।

এদিকে বিমল গুরুংয়ের তরফে এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাহাড়ে এই ধরনের নাশকতামূলক ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ যুক্ত নয়। মোর্চার তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। পুলিশ-প্রশাসন এই মামলায় তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসাচ্ছে বলে দাবি করে মোর্চা নেতৃত্ব। তাই তাঁরা এনআইএ তদন্ত দাবি করছেন। নিরপেক্ষভাবে তদন্ত চালিয়ে দেখা হোক কারা এই ঘটনা ঘটিয়েছে। তারপরই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি মোর্চার।

English summary
Police file the case against Bimal Gurung and two others to UAPA act in Darjeeling blast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X