For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মানুষ বিজেপিকে ঝাঁটাপেটা করবে', দলের সতর্কবার্তা কাজে আসেনি বোঝালেন ইদ্রিশ আলি

Google Oneindia Bengali News

বারাসত, ২৯ জানুয়ারি : আগুন জ্বালানোর পর এবার বিজেপিকে ঝ্যাঁটাপেটা করার হুমকি দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি। তৃণমূল সাংসদের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহল থেকে। তৃণমূলের বাকসংস্কৃতি যে কোন অতলে তলিয়েছেন ইদ্রিশ আলির এই মন্তব্য তার আরও একটি উদাহরণ বলেই মনে করছে বিরোধীদের একাংশ।

আরও পড়ুন : সারদায় মমতাকে গ্রেফতার করলে আগুন জ্বলবে বাংলায়, হুমকি ইদ্রিশ আলির

মঙ্গলবার বসিরহাটের এক অনুষ্ঠানে এসে ইদ্রিশ আলি বলেন, "রাজ্যের মানুষ প্রস্তুত হচ্ছেন। এবার বিজেপিকে ঝাঁটা নিয়ে তাড়া করবেন।" এর পাশাপাশি মমতা স্নেহধন্য সাংসদের মন্তব্য, "এই রাজ্যের মানুষ খুবই সচেতন। সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই এখানে। বিজেপির কিছু নেতা রাজ্যে এসে নিজেদের ক্ষমতাসীন মনে করছেন। সিবিআইকে কাঠের পুতুল সাজিয়ে যা ইচ্ছে তাই করছে। কিন্তু রাজ্যের মানুষ এসব সহ্য করবে না। বনগাঁ নির্বাচনেই প্রমাঁণ হয়ে যাবে এরাজ্যে বিজেপির কোনও জায়গা নেই। বনগাঁ নির্বাচনের ফল ঘোষণার দিনই দিল্লি থেকে আসা বিজেপি নেতারা পাততাড়ি গুটিয়ে পালাবেন।"

'মানুষ বিজেপিকে ঝাঁটাপেটা করবে', দলের সতর্কবার্তা কাজে আসেনি বোঝালেন ইদ্রিশ আলি

ইদ্রিশ আলির মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে জেলা বিজেপিও। বিজেপির পাল্টা উত্তর ইদ্রিশ আলির কাছে সাম্প্রদায়িকতা শিখতে যাব না। কলকাতায় ২০০৭ সালের ২১ নভেম্বর কী ঘটেছিল তা মানুষ ভোলেনি। তাঁছাড়া ওনার মুখের যা ভাষা অত নীচে আমরা নামব না। তবে জণগন কাকে তাড়ানোর প্রস্তুতি নিচ্ছে তা তো আসন্ন নির্বাচনগুলিতেই টের পাওয়া যাবে।

এদিকে ইদ্রিশ আলির মন্তব্যের বিরোধীতা করলেও বিজেপিও যে এরাজ্যে ঘাঁটি গাড়তে পারবে না বলে দাবি জেলা কংগ্রেসের। অন্যদিকে সিপিএমের জেলা সদস্যরা জানিয়েছেন, নোংরা কথা বলা তৃণমূলের সংস্কৃতি। এমনিও পাল্টানোর নয়, বললেও পাল্টাবে না। দলের নেতৃত্বও নেতাদের শব্দ প্রয়োগে রাশ টানবে না। তাতে যা হওয়ার তাই হচ্ছে।

উল্লেখ্য এই প্রথমবার নয়, গত ডিসেম্বরের শেষ দিকেই সন্দেশখালিতে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন ইদ্রিশ আলি। "সাহস থাকলে সারদা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেই দেখুক সিবিআই। গোটা বাংলায় আগুন জ্বলবে। সেই আগুনে অনেককে পুড়ে মরতে হবে।" ভরা সভায় এমন হুমকি দিয়ে নিন্দার ঝড় তুলেছিলেন তিনি। যদিও এর পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন দল তার মন্তব্যকে সমর্থন করে না। দলের তরফে সতর্ক করা হয়েছে। ব্যস ওইটুকুই। দলের সতর্কতা যে কাজে আসেনি তা এদিন ভালভাবেই বুঝিয়ে দিলেন ইদ্রিশ আলি।

English summary
People will hit BJP with broom, said Idris Ali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X