For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনমত সমীক্ষা : জোট হলে তৃণমূল পাবে ১৮২ টি আসন, না হলে ১৯৭টি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : বিধানসভা ভোটের আগে কংগ্রেস ও বামফ্রন্টের জোট হলে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভোটের হারের নিরিখে তৃণমূলের ঘাঁড়ে জোট নিঃশ্বাস ফেললেও আসন সংখ্যায় শাসক দলকে ছাপাতে পারবে না জোট। এবিপি আনন্দ ও এসি নিয়েলসনের যৌথ সমীক্ষায় অন্তত এই ছবিটাই স্পষ্ট হল। [সি ভোটার-ইন্ডিয়া টিভি জনমত সমীক্ষা : ১৫৬ টি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূলই]

প্রশ্ন রাখা হয়েছিল, বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট হলে কে কটি আসন পেতে পারে। সমীক্ষার ফলে উঠে এসেছে, তৃণমূল পাবে ১৮২টি আসন, বাম-কং জোটের ঝুলিতে আসবে ১০৭টি আসন, বিজেপি বাংলা নির্বাচনে খাতাই খুলতে পারবে না, অন্যান্যরা পাবে ৫ টি আসন।

জনমত সমীক্ষা : জোট হলে তৃণমূল পাবে ১৮৭ টি আসন, না হলে ১৯৭টি

উল্লেথযোগ্য জোট হলে কে কত শতাংশ ভোট পাবেন? এক্ষেত্রে জোট হলে তৃণমূল কংগ্রেস পাচ্ছে ৪৪ শতাংশ ভোট। জোট পিছিয়ে মাত্র ১ শতাংশে। অর্থাৎ সমীক্ষার মতে তারা পাচ্ছে ৪৩ শতাংশ ভোট। বিজেপি ও অন্যান্যরা যথাক্রনে পাচ্ছে ৬ শতাংশ ও ৭ শতাংশ ভোট।

জোট না হলে সব কটি দল একা লড়লে পরিস্থিতি কী হতে পারে সে প্রশ্নও রাখা হয়েছিল সাধারণ মানুষের কাছে। সেখেন জনমত বলছে ১৯৭টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। ৭৮টি আসন পাবে বামেরা, ১৬টি আসন যাবে কংগ্রেসের কাছে, এক্ষেত্রেও খাতা খুলতে পারবে না বিজেপি। অন্যান্যরা পাবেন ৭টি আসন। ভোটের শতাংশের নিরিখে যা দাঁড়াচ্ছে তা হল তৃণমূল কংগ্রেস পাচ্ছে ৪৪ শতাংশ ভোট, বামেরা ৩৭ শতাংশ, বিজেপি ও কংগ্রেস উভয়ই পাচ্ছে ৬ শতাংশ করে ভোট এবং অন্যান্যরা পাচ্ছে ৭ শতাংশ ভোট।

অর্থাৎ সমীক্ষার ফল অনুযায়ী, জোট হলে কং-বাম হারাবে ১৭টি আসন। জোট না হলে তৃণমূলের বাড়িতি লাভ হবে ১৫টি আসন।

আরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছে বাংলা। ১০৩টি বিধানসভা কেন্দ্রে সমীক্ষা চালানো হয়। প্রশ্নগুলি ও সমীক্ষার ফল নীচে দেওয়া হল

১) গত ৫ বছরে কেমন কাজ করেছে তৃণমূল সরকার?

১৪ শতাংশ মানুষ বলেছে খুব ভাল,
ভাল বলেছে ৩৮ শতাংশ,
মোটামুটির পক্ষে ৩২ শতাংশ,
খারাপ বলেছে ১২ শতাংশ
খারাপ বলেছে ৩ শতাংশ

২) গত ৫ বছরে মুখ্যমন্ত্রী হিসাবে কেমন কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

খুব ভাল বলেছে ১৮ শতাংশ
ভাল বলেছে ৪০ শতাংশ
মোটামুটি বলেছে ২৭ শতাংশ
খারাপ বলেছে ১০ শতাংশ
খুব খারাপ বলেছে ৩ শতাংশ
জানি না বলেছে ১ শতাংশ

৩)গত ৫ বছরে শিল্পের উন্নতি হয়েছে?

হ্যাঁ বলছেন ৩৬ শতাংশ
না বলছেন ৪৯ শতাংশ
জানি না ১৬ শতাংশ

৪) কী কারণ শিল্পায়নের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে?

২৭ শতাংশ বলছেন পরিকাঠামোর অভাবে
২৫ শতাংশ বলছেন জমিনীতির ফলে
খারাপ আইন শৃঙ্খলার ফলে বলছে ১৪় শতাংশ
এসইজেড নীতির ফলে ৬ শতাংশ
বলতে পারব না ২৭

৫) বিশ্ববঙ্গ সম্মেলন বা সিঙ্গাপুর যাত্রায় বিনিয়োগের ক্ষেত্রে লাভ হয়েছে?

৩২ শতাংশ বলছেন হ্যাঁ
৪৩ শতাংশ বলছেন না
২৫ শতাংশ বলেছেন জানি না

৬) দার্জিলিং সমস্যার সমাধান হয়েছে?

৪৩ শতাংশ বলছেন হ্যাঁ
৩৩ শতাংশ বলছেন না
২৪ শতাংশ বলছেন জানি না

৭) জঙ্গলমহলে শান্তি ফিরেছে?

৪৯ শতাংশ বলছেন হ্যাঁ
৩০ শতাংশ বলেছেন না
২১ শতাংশ বলছেন জানি না

৮) ভোটের মুখে দল বগলকারীদের ভোট দেবেন ?

২০ শতাংশ বলছেন হ্যাঁ
৬৪ শতাংশ বলছে না

৯) এই ৫ বছরে রাস্তাঘাটের হাল কেমন ?

৫৯ শতাংশ মানুষ বলছে উন্নতি হয়েছে
২৬ শতাংশ মানুষ বলছেন একই আছে
১৩ শতাংশ মানুষ বলছেন অবনতি হয়েছে
১১ শতাংশ মানুষ বলছেন জানি না

১০) এই ৫ বছরে আইনশৃঙ্খলার হাল কেমন?

৪২ শতাংশ মানুষ বলছে উন্নতি হয়েছে
৩৩ শতাংশ মানুষ বলছে একই আথে
২১ শতাংশ বলছে অবনতি হয়েছে
৩ শতাংশ বলছে জানি না

১১) ক্লাবগুলিতে অনুদান ক্রীড়ার উন্নতির জন্য নাকি ভোটমুখী জনপ্রিয়তা?

ক্রীড়ার জন্য বলছে ৪৯ শতাংশ
ভোটমুখী জনপ্রিয়তা বলছে ৩৮ শতাংশ

১২) রাজ্যে নারী নিরাপত্তার হাল কেমন?

৩৬ শতাংশ মানুষ বলছে উন্নতি হয়েছে
৩৩ শতাংশ মানুষ বলছে একই আছে
২৭ শতাংশ মানুষ বলছে অবনতি হয়েছে
৩ শতাংশ বলছেন জানিনা

১৩) রাজ্যে শিক্ষার হাল কী?

৫৪ শতাংশ মানুষ বলছে উন্নতি হয়েছে
২৮ শতাংশ মানুষ বলছে অবনতি হয়েছে
১৫ শতাংশ মানুষ বলছে জানি না

১৪) গত ৫ বছরে কি শিক্ষায় রাজনীতিকরণ হয়েছে?

৪৮ শতাংশ মানুষ বলছেন হ্যাঁ
৩৭ শতাংশ মানুষ বলছেন না

১৫) সারদা, রোজভ্যালি চিটফাণ্ড কাণ্ডে তৃণমূলের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে?

৫৩ শতাংশ মানুষ বলছে হ্যাঁ
৩১ শতাংশ মানুষ বলছেন না
১৫ শতাংশ মানষ বলছেন জানি না

১৬) সারদা, রোজভ্যালি চিটফাণ্ড কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে?

৪৮ শতাংশ মানুষ বলছে হ্যাঁ
৩৬ শতাংশ মানুষ বলছেন না
১৬ শতাংশ মানষ বলছেন জানি না

English summary
Opinion poll : IF alliance happen TMC will get 182 Seats, if not they will get 197
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X