For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়দহের পরে এবার বনগাঁ শাখায় মাতৃভূমি লোকাল ঘিরে মহিলা যাত্রীদের বিক্ষোভ, অবরোধ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ অগাস্ট : মহিলাদের সুবিধার্থে চালু করা ট্রেনকেই বারবার রুখে দিচ্ছেন মহিলারা। শিয়ালদহ মেন শাখার খড়দহে পুরুষ যাত্রী তুলতে না দিয়ে অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর চালিয়েছিলেন মহিলারা। [মাতৃভূমি লোকাল ঘিরে রণক্ষেত্র খড়দহ, নির্দেশ প্রত্যাহার রেলের]

এবার বনগাঁ শাখাতেও তারই পুনরাবৃত্তি হল। এই শাখায় ডাউন বনগাঁ মাতৃভূমি লোকাল ১২ কামরার করার দাবিতে এদিন সকাল থেকে দফায় দফায় বামনগাছি ও পরে হৃদয়পুর স্টেশনে বিক্ষোভ দেখান মহিলা যাত্রীরা।

খড়দহের পরে মাতৃভূমি লোকাল ঘিরে এবার বনগাঁ শাখায় অবরোধ


ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে বাইরে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় সকলকে। মহিলাদের কাছে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এরপরে পুরুষ যাত্রীরা প্রতিবাদে বিরাটি স্টেশনে ট্রেন অবরোধ করেন।

ফলে সবমিলিয়ে বনগাঁ শাখায় ট্রেন পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। মহিলারা প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করেছেন। অবরোধ, পাল্টা অবরোধে সাধারণ মানুষ ফের একবার হয়রানির শিকার হলেন।

প্রসঙ্গত, গত সোমবার মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রী ওঠার প্রতিবাদে রণক্ষেত্র হয়ে ওঠে শিয়ালদহ মেন শাখার খড়দহ স্টেশন। ডাউন রানাঘাট মাতৃভূমি লোকাল খড়দহ স্টেশনে পৌঁছতেই প্রথমে গণ্ডগোল ও পরে অবরোধ শুরু হয়। প্রথমে মহিলা ও পুরুষ যাত্রীদের মধ্যে বিরোধ ও পরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় স্টেশন চত্বর।

এরপরই রানাঘাট মাতৃভূমি লোকালের মাঝের কামরায় পুরুষ ওঠার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় পূর্ব রেল।

English summary
Now Ladies passengers blocked Rail line in Bangaon section
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X