For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন সাংসদ দেব

"আমি মনে করি পাঁচশো আর হাজার টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত দারুণ।" মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের বিপরীতে হেঁটে ফের বিতর্কে তৃণমূল সাংসদ দেব।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ নভেম্বর : নোট বাতিল ইস্যুকে যখন দিল্লিতে দাঁড়িয়ে সকাল বিকেল কেন্দ্রীয় সরকারকে বাক্যবাণে বিঁধছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তাঁরই দলের অভিনেতা সাংসদ দেব একই প্রসঙ্গে নেত্রীর উল্টো সুর গেয়ে ফের একবার দলের বিড়াম্বনাক কারণ হয়ে দাঁড়ালেন। [দেবের মতে কী ধর্ষণ মানেই চিৎকার নয়তো উপভোগ করা?]

আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, নোট বাতিল প্রসঙ্গে তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি মনে করি পাঁচশো আর হাজার টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত দারুণ। যাদের কালো টাকা আছে, তাদের প্রতি আমার কোনও সহানুভূতি নেই। কিন্তু এ সবের মাঝখানে ইন্ডাস্ট্রির (টলিউড) খুব ক্ষতি হয়ে গেল।" [সংবাদপত্রের পাতায় 'ধর্ষিত' হয়ে টুইটারে নিয়মমাফিক ক্ষমাপ্রার্থনা দেবের]

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন সাংসদ দেব

সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে, দেবের মতে আর একটু পরিকল্পনামাফিক কাজ করলে সাধারণ মানুষের এতটা হয়রানি হত না। ['বন্যা পরিস্থিতি নিয়ে সতর্ক ছিল না প্রশাসন' : ঘাটালে 'দেব বাণী']

বর্তমান পরিস্থিতিটা ঠিক কীরকম? ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা ক্ষতির মুখে পড়েছে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেবে বলেন, "পরিস্থিতি এখনও পরিস্কার বয়। 'সিচুয়েশন ৫০-৫০'। আরও দু সপ্তাহ বাদে আসল চেহারাটা বোঝা যাবে।" [অভিনেতা দেবকে নিয়ে দমফাটা হাসির জোকস!]

এই প্রথমবার নয়, এর আগেও আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। ভোটে দাঁড়িয়ে কেমন লাগছে? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে সাংসদের জবাব ছিল নিজেকে 'ধর্ষিত' মনে হচ্ছে। দেবের এই মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। পরে তিনি প্রকাশ্যে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান।

'দিদি চাপে ফেলে ভোটে দাঁড় করিয়েছিলেন' মন্তব্য করে আরও একবার বিতর্ককে আমন্ত্রণ জানিয়েছিলেন দেব। এবারও নেত্রীর বিপরীতে গিয়ে মোদী সরকারের নোট বাতিল সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেব। [(ছবি) টলিউড তারকাদের ছোটবেলার এই ছবিগুলি কি আপনি দেখেছেন?]

এদিকে দেবের এই মন্তব্য নিয়ে দলের শীর্ষ নেতাদের প্রতিক্রিয়া চাওয়া হলেও প্রায় সকলেই বিষয়টি এড়িয়ে গিয়েছেন। এই বিষয়টি মমতা কীভাবে নেন এখন সেটাই দেখার।

English summary
Note Scrap is good decision by Centre, Actor MP Dev invites another controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X