For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ, আর কী বলছে রেল কর্তৃপক্ষ

রেলের তরফে নর্থ ফ্রন্টিয়ারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২৮ অগাস্টের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই।

  • |
Google Oneindia Bengali News

মালদহ ও দুই দিনাজপুরের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। জলস্তর ধীরে ধীরে নামলেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। বিশেষ করে মালদহের হরিশ্চন্দ্রপুর, দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুরে এখনও অনেক জল জমে রয়েছে। বহু মানুষ ত্রাণ শিবিয়ে রয়েছেন। ত্রাণ নিয়েও দুর্ভোগের শেষ নেই।

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ

রাজ্য প্রশাসনের তরফে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলা হলেও সর্বত্র ত্রাণ পৌঁছনো সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গা যেমন জলে ভেসে গিয়েছে, তেমনই যেখানে জল নেমেছে সেখানে রাস্তাঘাট পুরোপুরি ভেঙে গিয়েছে। পাশাপাশি রেল লাইনও বিভিন্ন জায়গায় একেবারে ভেঙে গিয়েছে।

রেলের তরফে নর্থ ফ্রন্টিয়ারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২৮ অগাস্টের আগে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। যাত্রীদের সুবিধার্থে রেল যোগাযোগ কিছু জায়গায় চাল হলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

ফলে উত্তরবঙ্গ থেকে বাস পরিষেবার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। বন্যায় খারাপ হওয়া রাস্তা সারিয়ে বাস পরিষেবা বাড়াতে রাজ্য পরিবহণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি বাস চালানো হবে বলে সরকারি তরফে জানা গিয়েছে।

এদিন সোমবার শিয়ালদহ থেকে মালদহগামী একটি ট্রেন যাবে। মঙ্গলবার সেই ট্রেনটি মালদহ থেকে ফেরত আসবে। এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে।

সোমবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল - কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (আপ), তিসা-তোর্সা এক্সপ্রেস (আপ), শতাব্দী এক্সপ্রেস (আপ), সরাইঘাট এক্সপ্রেস (আপ), কামরূপ এক্সপ্রেস (আপ), রাধিকাপুর এক্সপ্রেস (আপ), উত্তরবঙ্গ এক্সপ্রেস (আপ), কাঞ্চনকন্যা এক্সপ্রেস (আপ), পদাতিক এক্সপ্রেস (আপ) ও দার্জিলিং মেল (আপ)।

English summary
North Bengal Floods; Rail service will be normal over next one week, says North Esat Frontier Rail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X