For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেখা নেই ভোটারের, কড়া পুলিশি নিরাপত্তায় বিধাননগরে শুরু পুনর্নির্বাচন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ অক্টোবর : কড়া পুলিশি ঘেরাটোপে এদিন সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিধাননগরের ৯টি বুথে পুনর্নির্বাচন। একইসঙ্গে ভোটগ্রহণ চলছে আসানসোল পুরসভার ২টি ভোটগ্রহণ কেন্দ্রে।

তবে ভোটার প্রায় নেই বললেই চলে। সাতসকালে গণ্ডগোলের কথা ভেবে ভোট দিতে আসেননি বেশিরভাগ ভোটার। তবে এদিন সকাল থেকেই চোখে পড়েছে কড়া পুলিশি নিরাপত্তা। ভোটকেন্দ্রের বাইরে-ভিতরে বেশ কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে। প্রথম ৬ ঘন্টায় বিধাননগরে ভোট পড়ল ২৩ শতাংশর মাত্র কিছু বেশি। আসানসোলের দুই বুথে ভোটের হার ৪৩ শতাংশ। ৩৩ নম্বর ওয়ার্ডের এটিআই বুথে সাড়ে আটশো ভোটারের মধ্যে ভোট পড়স মাত্র ৫০ টি।

অমিল ভোটার, কড়া নিরাপত্তায় বিধাননগরে শুরু পুনর্নির্বাচন

বিরোধীরা এই ভোটকে ইতিমধ্যে প্রহসন আখ্যা দিয়ে বয়কটের ডাক দিয়েছেন। ফলে এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে, বিধাননগরের ৯টি বুথের ভিতরে শুধুই শাসক দল তৃণমূলের পোলিং এজেন্ট রয়েছেন। বাকি বিরোধীশূন্য অবস্থায় চলছে ভোটগ্রহণ।

শুধু বিধাননগরই নয়, আসানসোনের দুটি কেন্দ্রেও ভোট বয়কট করেছে সিপিএম সহ বিরোধীরা। ফলে সেখানেও বিরোধীশূন্যভাবেই চলছে ভোটগ্রহণ।

তবে ইতিমধ্যেই বিরোধীদের তোপের মুখে পড়েছেন রাজ্যের অস্থায়ী নির্বাচনী কমিশনার আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে স্তাবকতার অভিযোগে সরব হয়েছে সিপিএম-বিজেপি-কংগ্রেস সহ বিরোধীরা। যদি ৩ অক্টোবরের ভোটে কমিশনের এমন কড়া নজর চোখে পড়ত তাহলে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতো কি, একইসঙ্গে এই প্রশ্নও তোলা হয়েছে।

English summary
No Voters coming out, Re-polling starts in Bidhannagar Municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X