For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদর্শ বিকিয়ে কখনও জোট করিনি, ভুল করছে সিপিএম-কংগ্রেস, হুঙ্কার মমতার!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : বিধানসভা ভোটের আগে কংগ্রেস-সিপিএমের জোট জল্পনা এখনও আলোচনা স্তরে থাকলেও, এবার প্রকাশ্যে এই জোট বার্তাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, সিপিএম ও কংগ্রেস জোটের পথে গিয়ে ভুল করছে। যারা আদর্শ জলাঞ্জলি দেয় তারা অস্তিত্ব হারিয়ে ফেলে। [বামেদের সঙ্গে জোট না করার পরামর্শ দিয়েছেন মমতা, রাহুল গান্ধীর দাবি ঘিরে ব্যপক জলঘোলা!]

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বভারতীয় সাধারণ সভামঞ্চে বক্তৃতার সময় রাজ্যে কংগ্রেস-সিপিএম-এর জোট জল্পনা নিয়ে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একসময় সিপিএম ইন্দিরা গান্ধীকে স্বৈরাচারী বলত, রাজীব গান্ধীকে বোফর্স গান্ধী বলতো, আজ আজ তারা কংগ্রেসকে বলেছে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা।"

আদর্শ বিকিয়ে কখনও জোট করিনি, ভুল করছে সিপিএম-কংগ্রেস, হুঙ্কার মমতার!

এখানেই থামলেন না দিদিমণি। বললেন, "যারা আদর্শ বিকিয়ে দেয়, তাদের অস্তিত্ব হারিয়ে যায়। আমি কখনও আদর্শ হারিয়ে জোট করিনি।"

এদিকে মমতার হুঙ্কারকে মমতার ভয় হিসাবেই দেখছে বাম নেতৃত্ব। বাম নেতা সুজন চক্রবর্তীর কথায়, জোট নিয়ে এত ভয় পাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট তো এখনও হয়নি। তাও এখন থেকেই জোট নিয়ে ডায়লগবাজি শুরু মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি সুজনবাবু এও বলেন, যিনি খাল কেটে পশ্চিমবঙ্গ বিজেপিকে টেনে এনেছেন তার মুখে জোট নিয়ে নিন্দা মানায় না। সিপিএম-এর বহিষ্কৃত নেতা রেজ্জাক মোল্লাতে দলে নেওয়ার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তেরও কটাক্ষ করেছেন বাম নেতাদের একাংশ।

English summary
I did not Leave my Ideal to make any alliance, cpim and congress are taking wrong step, Mamata Banerjee criticizes the proposed congress-left alliance prior Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X