For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'উপরওয়ালা'র নির্দেশে সিবিআই দফতরে গতিবিধি নিয়ন্ত্রণ সাংবাদিকদের

Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ ডিসেম্বর : নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছিল তা আরও একধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে। সাংবাদিকদের ভিতরে যাওয়া আসা নিয়ে এবার 'উপরওয়ালার নির্দেশে' নিয়ন্ত্রণ আরোপ করল পুলিশ।

নির্দেশ কী ?
নির্দেশ হল, ক্যামেরা নিয়ে তো নয়ই ক্যামেরা ছাড়াও সাংবাদিকদের ঢুকতে দেওয়া হবে না দফতরে। সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য যখন তখন কথা বলতে পারবেন না সিবিআই ও ইডির আধিকারিকদের সঙ্গে। কথা বলার হলে আগে পুলিশের অনুমতি নিতে হবে। অনুমতি মিললে তবে দেখা করা যাবে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে। যদিও সিবিআই বা ইডি আধিকারিকরা প্রয়োজনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারে।

'উপরওয়ালা'র নির্দেশে সিবিআই দফতরে গতিবিধি নিয়ন্ত্রণ সাংবাদিকদের

কেন এমন নির্দেশিকা পুলিশের?
সকাল থেকেই সাংবাদিকদের আটকাতে শুরু করে পুলিশ। বারবার আটকানোয় ক্ষিপ্ত সাংবাদিকরা প্রশ্ন করেন কেন তাঁদের আটকানো হচ্ছে। তখন কর্তব্যরত পুলিশের এক আধিকারিক জানান, নির্দেশ রয়েছে। কে নির্দেশ দিয়েছে জানতে চাওয়া হলে ওই পুলিশ আধিকারিক জানান, 'উপরওয়ালার নির্দেশে' এই সিদ্ধান্ত।

কে এই 'উপরওয়ালা' ?
সেবিষয়ে অবশ্য মুখ খোলেনি পুলিশ। নবান্নতে যে উপরওয়ালার নির্দেশে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করা হয়েছিল, এক্ষেত্রেও কী উপরওয়ালা সেই একই? কিন্তু এই নির্দেশিকার পিছনে যুক্তি কি? সে ব্য়াখ্যাও পুলিশের তরফে দেওয়া হয়নি।

বিভিন্ন মহলের যুক্তি
পুলিশের এই নিয়ন্ত্রণ নির্দেশিকার তীব্র সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। সিংহভাগই মনে করছে সরকার যে সব কাণ্ডকলাপ করছে তা যাতে সাংবাদিকদের মাধ্যমে সাধারণের কাছে না পৌছয় তার জন্যই মিডিয়াকে সূরে সরাতে চাইছে শাসকদল।

English summary
Movement of journalists in CGO complex restricted by police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X