For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকার বিনিময়ে মার্কশিট! বিএড দুর্নীতিতে বিতর্কে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভর্সিটি

ফের বিএড কলেজের দুর্নীতি উঁকি মারছে রাজ্যে। ভক্তবালা বিএড কলেজের পর এবার দুর্নীতির জাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে।

  • |
Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনা, ২৫ ফেব্রুয়ারি : ফের বিএড কলেজের দুর্নীতি উঁকি মারছে রাজ্যে। ভক্তবালা বিএড কলেজের পর এবার দুর্নীতির জাল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। টাকা নিয়ে ভর্তির অভিযোগ উঠেছিল আগে, এবার উঠল টাকার বিনিময়ে জাল মার্কশিট দেওয়ার অভিযোগ। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে জালিয়াতির ঘটনা লেগেই রয়েছে।[রেনকোট পরে বাথরুমে স্নান করেছেন মনমোহন সিং, দুর্নীতি ইস্যুতে আক্রমণ মোদীর]

যে বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট অনুমোদন করা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ই বলছে ওই মার্কশিট জাল! ফলে বিএড কলেজে ফের দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিয়েছে। অভিযোগ, এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছে বিশ্ববিদ্যালয়েরই কয়েকজন কর্মী। দাবি উঠেছ, শীঘ্রই এই ঘুঘুর বাসা ভাঙতে হবে।[দুর্নীতিগ্রস্ত ব্যাঙ্ক আধিকারিকদের ধরতে স্টিং অপারেশন কেন্দ্রের!]

টাকার বিনিময়ে মার্কশিট! বিএড দুর্নীতিতে বিতর্কে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভর্সিটি

গোবরডাঙ্গা হিন্দু কলেজে বিএডের ছাত্র ছিলেন হারাধন গায়েন। বছর খানেক পরে তিনি এই কলেজ থেকে রিভউ মার্কশিট পান হারাধনবাবু। কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট আনতে গিয়ে চক্ষু চরকগাছ হয়ে যায় হারাধনবাবুর। মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড় হয়।[ডেবিট-ক্রেডিট কার্ডে লেনদেনে নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্র]

অভিযোগ কন্ট্রোলার টাকা নিয়ে তবে মার্কশিট দিচ্ছেন। শুঘু হারাধনবাবু নন, একাধিক বিএড ছাত্রের একই অভিযোগ। কন্ট্রোলার ও তাঁর সহকারী অভিযোগ অস্বীকার করেছে। খতিয়ে দেখা হচ্ছে এই অভিযোগ। মার্কশিট দুর্নীতি প্রমাণিত হলে কলেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষা দফতরের পক্ষ থেকে।

English summary
Mark sheet is available in exchange for money! Bed-corruption is in the West Bengal State University.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X