For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্দারমণি: 'বেআইনি' প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের

Google Oneindia Bengali News

মন্দারমণি, ২২ জুন : কয়েকদিনের ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। ভেবেছিলেন কয়েকটা দিন মজায় কাটিয়ে ফিরবেন। কিন্তু সেই মজাই কাল হয়ে এল তরুণ ঘোষের জীবনে। ছুটি শেষে আর বাড়ি ফেরা হল না। প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনার জেরে মৃত্যু হল বছর পয়ত্রিশের তরুণ ঘোষের।

স্থানীয় বাসিন্দাদের কথায়, প্যারাসেইলিংয়ের সময় তরুণ বাবুর প্যারাস্যুটটি ভুল দিকে চলে যায়। এবং তা উপর থেকে সজেরো ধাক্কা মারে একটি বিদ্যুৎস্তম্ভকে। মৃত্যু হয় তাঁর।

মন্দারমণি: 'বেআইনি' প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের দাবি, গত ৩ বছর ধরে মন্দারমণির সমুদ্রতটে প্যারাসেইলিং, নানা ধরণের ওয়াটার স্পোর্টস নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তবুও দু-একটি সংস্থা অনৈতিকভাবে মন্দারমণিতে এই ব্যবসা চালাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী যে সংস্থাগুলি এখানে প্যারাসেইলিংয়ের মতো অনৈতিক ব্যবসা এখানে চালাচ্ছে এমন ৬টি সংস্থা রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি হল রোজভ্যালি গ্রুপ। অন্যটি সিলিকন গ্রুপ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্দারমণি: 'বেআইনি' প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের

সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ বেশ ভালই বৃষ্টি হচ্ছিল। তারই মধ্যে প্যারাসেইলিং শুরু করেন তরুণবাবু। হঠাৎ করে তাঁর প্যারাস্যুটটি ভুল দিকে চলে যায় এবং উপর থেকে এসে একটি বিদ্যুৎস্তম্ভে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতই জোর ছিল যে বিদ্যুৎস্তম্ভটি সমুদ্রতট থেকে উপড়ে আসে।

গোটা ঘটনাটি বুঝে ওঠার আগেই গাড়ির চালক স্তম্ভ ও প্য়ারাস্যুটে আস্টেপৃষ্টে যাওয়া তরুণ ঘোষ সমেত গাড়ি অনেকটা টেনে নিয়ে চলে যান। ততক্ষণে ভয়াবহ আহত হন তরুণবাবু। কন্টাই জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত সত্যরঞ্জন খাটুয়া পলাতক।

English summary
Mandarmani tourist dies in freak mishap
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X