For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নোট বাতিলে ধাক্কা খাচ্ছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প: মমতা

হলদিয়াতে লদিয়াতে একটি বেসরকারি সংস্থার ব্যাটারি প্ল্যান্ট উদ্বোধন করতে গিয়েও নোট বাতিল ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নরেন্দ্র মোদীকেও বিঁধলেন তিনি।

  • By Kousik Sinha
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ জানুয়ারি : ফের নোট বাতিল ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলে রাজ্যে কাজ হারাচ্ছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পও ধাক্কা খেয়েছে। আজ সোমবার হলদিয়াতে একটি বেসরকারি সংস্থার ব্যাটারি প্ল্যান্ট উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মোদীর নোট বাতিল ইস্যুতে এইভাবেই সরব হন মমতা।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, জার্মানি কিংবা আমেরিকাতেও এখনও পর্যন্ত ক্যাশলেস প্রথা চালু হয়নি। তাহলে কেন এখানে এই ব্যবস্থা চালুর উপর জোর দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, এখনও পর্যন্ত দেশের ৯২ শতাংশ এলাকাতে ঠিকভাবে ব্যাংকিং পরিষেবা পৌঁছয়নি। সেখানে সাধারণ মানুষের দুর্দশা বাড়ানোর মানে কি? এই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।[পশ্চিমবঙ্গই হবে শিল্পোদ্যোগীদের একমাত্র ঠিকানা, হলদিয়ায় ডাক মমতার]

মোদীর নোট বাতিলে ধাক্কা খাচ্ছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প: মমতা

অন্যদিকে, নোট বাতিল ইস্যুতে সুর চড়ানোর পাশাপাশি নাম না করে প্রধানমন্ত্রী মোদীকেও একহাত নেন মমতা। তিনি বলেন, এটা স্বৈরতন্ত্রের কোনও জায়গা নয়। এটা জনগণের জায়গা। গণতন্ত্রের দেশ। সুতরাং যতদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে, তিনি আন্দোলনও চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।

শুধু নোট বাতিল ইস্যুতে সুর চড়ানো নয়, রাজ্যের শিল্পভাবনাকেও ফের একবার সবার সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় আদর্শ কাজের জায়গা। শুধু তাই নয়, দেশের শিল্প ভবিষ্যৎ যে বাংলাই তা আরও একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এজন্যে আরও একবার শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। এজন্যে স্থানীয় প্রশাসন, সরকারি আধিকারিক সবাইকে এগিয়ে আসার আবেদন রাখেন। একই সঙ্গে শিল্পপতিদের সবসময় সবরকম সাহায্য করারও নির্দেশ দেন মমতা।

রাজ্যে শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি দিঘাতে একটি আন্তর্জাতিক মানের কনভোকেশন সেন্টার তৈরি করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, এই কনভোকেশন সেন্টার তৈরি হলে একদিকে যেমন দেশ-বিদেশের শিল্পপতিদের আগমন ঘটবে, তেমনই দিঘার পর্যটনও বাড়বে বলে মনে করেন তিনি।

English summary
Mamta Banerjee at Haldia to open bettery factory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X