For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসিনার সম্মানে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ এপ্রিল : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ এপ্রিল অর্থাৎ শুক্রবার তিনি দিল্লি রওনা দিচ্ছেন। পরদিন দিল্লি থেকে বাংলাদেশ বাসের উদ্বোধন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর রাতে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজের আসরেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

এই সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনার এই দিল্লি সফরে দুই দেশের মধ্যে নানা চুক্তির সম্ভাবনা রয়েছে। তিস্তা চুক্তি-সহ অনেক ইস্যুতেই বাংলার স্বার্থ জড়িয়ে। তবু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে কোনও ডাক আসেনি মুখ্যমন্ত্রীর কাছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দিতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে হঠাৎ হাসিনার সম্মানে নৈশভোজে যোগ দেওয়ার সুযোগ এসে পড়ায়, দিল্লি যেতে মনস্থ করেছেন মুখ্যমন্ত্রী। আর দিল্লি যখন যাচ্ছেনই, তখন রাজ্যের কথা তিনি তুলে ধরবেন এটাই স্বাভাবিক। সেই আঙ্গিকেই মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

মুখ্যমন্ত্রী মনে করেন, দু'দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি হলেও, কিছু ক্ষেত্রে বাংলার স্বার্থ জড়িত থাকবেই, যেহেতু পশ্চিমবঙ্গের প্রতিবেশী বাংলাদেশ। তাই বাংলাকে অন্ধকারে রেখে কিছু করা যাবে না, প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Mamata Banerjee is going to Delhi in President's invitation to attend a dinner in honour of Sheikh Hasina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X