For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদায় জড়িত সুজন-রবীন-সেলিম, অভিযোগ মদন মিত্রের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ ডিসেম্বর: সারদা-কাণ্ডে জড়িত সিপিএম তিন হেভিওয়েট। সুজন চক্রবর্তী, রবীন দেব এবং মহম্মদ সেলিম। সরাসরি এই অভিযোগ আনলেন গ্রেফতার হওয়া মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। শুক্রবার সিজিও কমপ্লেক্স থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: কলকাতা ছাড়ার পরও সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ ছিল মদনের

সারদা-কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে। চলছে দফায় দফায় জেরা। এ দিন সল্ট লেকের সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর আদালতের পথে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, "আপনি কাদের নাম বলেছেন সিবিআইকে?" মদনবাবুর সংক্ষিপ্ত জবাব, "অনেক সিপিএম নেতার নাম বলেছি। কেউ ছাড় পাবে না।"

ককক

কোন কোন সিপিএম নেতার নাম তিনি বলেছেন, এ প্রশ্ন করতে এ বার বলেন, "রবীন দেবের নাম বলেছি। মহম্মদ সেলিমের নাম বলেছি। আর বলেছি সুজন চক্রবর্তীর নাম।"

তাঁর এই মন্তব্যের পরই শোরগোল পড়ে যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, "চিটফান্ডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি, আর আমার নাম উঠবে না, তাও কি কখনও হয়? আমার কাছে খবর আছে যে, উনি সিবিআইকে মমতা আর মুকুলের নাম বলেছেন। কিন্তু তা বাইরে বলার সাহস নেই। তাই এ সব বলছেন।"

একই সুর শোনা গিয়েছে মহম্মদ সেলিমের গলাতেও। তিনি বলেন, "নিজে বাঁচার জন্য সিবিআইকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়ের নাম বলেছেন। আর এখন বাইরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। তৃণমূল যে মিথ্যাবাদীদের দল, তা আবারও প্রমাণিত হবে।"

প্রসঙ্গত, কিছুদিন আগেই সারদা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই ডেকে পাঠিয়েছিল রবীন দেবকে।

English summary
Madan Mitra names three CPM heavyweights in Saradha Case. They are Sujan Chakraborty, Rabin Deb and Mohammad Selim. Although the three leaders have rejected the charge.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X