For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ছাড়ার পরও সুদীপ্ত সেনের সঙ্গে যোগাযোগ ছিল মদনের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ককক
কলকাতা, ১৮ ডিসেম্বর: সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন কলকাতা ছাড়ার পরও নিয়মিত যোগাযোগ রেখেছিলেন মদন মিত্র। সুদীপ্তবাবুর গতিবিধি গোটাটাই তাঁর জানা ছিল। পরিবহণ মন্ত্রীর ফোন কলের রেকর্ড ঘেঁটে এই তথ্যই জানতে পেরেছে সিবিআই।

২০১৩ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সারদা গোষ্ঠীর পতন ঘটে। তার পরই কলকাতা ছেড়ে চলে যান সুদীপ্ত সেন। ২৩ এপ্রিল তিনি কাশ্মীর থেকে গ্রেফতার হন। মাঝখানে অন্তত দু'সপ্তাহ তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই সময় রোজই সুদীপ্ত সেনের সঙ্গে মদনবাবু ফোনে কথা বলেছেন বলে খবর। তৃণমূল কংগ্রেসেরই আর এক বড় নেতার নাম করে তিনি অভয়বাণী দিয়েছিলেন, "আমি সব সামলে নেব। আপনি চিন্তা করবেন না।" কিন্তু এটা কথার কথা ছিল। যখন চাপ বাড়তে শুরু করে, তখন রাজ্য পুলিশের কাছে সব তথ্য দিয়ে দেন মদনবাবু এবং ওই নেতা। বলা যায়, সুদীপ্ত সেনের সঙ্গে তাঁরা 'বিশ্বাসঘাতকতা' করেন।

সিবিআইয়ের দাবি, সারদার রমরমা ব্যবসা থাকার সময় মদন মিত্র ভয় দেখিয়ে টাকা আদায় করতেন সুদীপ্তবাবুর থেকে। আবার এই মদনবাবুই বিপাকে পড়ে ধরিয়ে দেন সুদীপ্ত সেনকে। প্রথমে তিনি সব কিছু অস্বীকার করলেও সিবিআইয়ের জেরায় সব মেনে নিয়েছেন বলে খবর।

English summary
Madan Mitra had contacts with Sudipta Sen when the latter on the run
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X