For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিরদাঁড়ায় টিউমার, সিবিআই অফিসে কাল যাচ্ছেন না মদন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মদন মিত্র
কলকাতা, ২০ নভেম্বর: সারদা-কাণ্ডে সিবিআই ডেকে পাঠালেও শুক্রবার সিজিও কমপ্লেক্সে যাচ্ছেন না পরিবহণ মন্ত্রী মদন মিত্র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় যেতে পারবেন না বলে জানিয়েছেন। এ বার সিবিআই তাঁকে জেরা করতে কী কৌশল নেয়, সেটাই দেখার।

পুজোর আগে যখন সিবিআই তাঁকে ডাকব-ডাকব করছিল, তখনও হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। ডাক্তাররা বলেছিলেন 'প্যানিক অ্যাটাক' অর্থাৎ ভয় পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। যদিও সে সময় তাঁকে কেন্দ্রীয় গোয়েন্দারা ডেকে পাঠাননি।

এ বার ছবিটা আলাদা। ফোনে এবং ই-মেইল করে তাঁকে যেতে বলা হয়েছে। মঙ্গলবার এই নির্দেশ আসে সিবিআই দফতর থেকে। ঘটনাচক্রে ওই দিন তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ডাক্তাররা জানান, তাঁর শিরদাঁড়ায় একটি টিউমার ধরা পড়েছে। এটা ম্যালিগন্যান্ট অর্থাৎ ক্যান্সার ছড়াতে পারে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি অস্ত্রোপচারের দরকার পড়ে, তা হলে এ যাত্রায় মদনবাবুকে অনেকদিন হাসপাতালে থাকতে হবে।

মদনবাবু নিজে বলেছেন, "সিবিআইকে ভয় পাই না। দরকার হলে ওরা হাসপাতালে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করুক। তদন্ত সব রকম সহযোগিতা করব।"

মদনবাবুর চিকিৎসক দীপেন্দ্র সরকার জানান, ডায়াবেটিসের পাশাপাশি তাঁর শ্বাসকষ্ট, মানসিক অবসাদ রয়েছে। এ ছাড়া হৃৎপিণ্ডেও গোলযোগ ধরা পড়েছে।

English summary
Madan Mitra falls ill, will not go to CBI office on November 21
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X