For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিত্যযাত্রীদের সুবিধার্থে কলকাতা ট্রাফিক পুলিশের এই নয়া উদ্যোগ

এবার থেকে শহরের সবকটি বড় বাসস্ট্যান্ডে একটি করে বড় পর্দা লাগানো থাকবে। এবার থেকে শহরের বড় বড় বাসস্ট্যান্ডে একটি করে বড় পর্দা লাগানো থাকবে।

  • |
Google Oneindia Bengali News

শহর কলকাতার ট্রাফিক বড় জটিল! আর অফিসটাইমে যদি এ শহরে এমনিতেই একটা বাস 'মিস' হয়ে যায়, তখন পরের বাসের জন্য অপেক্ষা ছাড়া উপায় থাকে না! 'কখন বাস আসবে' এই ভাবনায় চলতে থাকে টেনশন! তবে এখন এই টেনশন থেকে মুক্তির পথ দেখাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। এবার থেকে শহরের সবকটি বড় বাসস্ট্যান্ডে একটি করে বড় পর্দা লাগানো থাকবে। এবার থেকে শহরের বড় বড় বাসস্ট্যান্ডে একটি করে বড় ইলেকট্রনিক পর্দা লাগানো থাকবে।

নিত্যযাত্রীদের সুবিধার্থে কলকাতা ট্রাফিক পুলিশের এই নয়া উদ্যোগ

বাসস্ট্যান্ডগুলির এই পর্দা জুড়ে লেখা থাকবে যে কোন সময় কোন বাস আসবে। নির্দিষ্ট রুটে পরের বাস কোনটি, ইত্যাদি বিভিন্ন তথ্য দেওয়া থাকবে ওই পর্দায়।কোথা থেকে বাসটি আসছে, কোথায় যাবে- সেটাও স্পষ্টভাবে লেখা থাকবে এই বড় পর্দায়। কলকাতা পুলিশ তাদের এই নয়া উদ্যোগের তথ্য শেয়ার করেছে ফেসবুকে। আর তার সঙ্গে সঙ্গে অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বর্তমানে রাজ্য সরকারের পরিবহণ দফতরের যে বাসগুলি শহরে চালচল করে , সেগুলির যাবতীয় তথ্য ইলেকট্রিক্যাল ডিজিটাল বোর্ডে দেখানো হবে। মূলত, বিমানবন্দর বা রেল স্টেশনে যেভাবে ইলেকট্রিক্যাল বোর্ডে ট্রেন বা বিমানের যাবতীয় তথ্য দেখানো হয় , সেভাবেই এই বোর্ডে তথ্য প্রদর্শিত হবে। এর ফলে শহরের মানুষের সঙ্গে সঙ্গে শহরের বাইরের মানুষেরো যথেষ্ট সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত যাঁরা কলকাতায় প্রথমবার এসেছেন তাঁদের জন্য এই ধরণের বোর্ড খুবই সাহায্য করবে। তবে প্রথমন দফায় এক্সাইড ক্রসিং-এ এই বোর্ড লাগানো হয়েছে । পরে শহরের নানন জায়গায় এই বোর্ড বসানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

English summary
Kolkata traffic police launches new electronics board in bus stand.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X