For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামাং বোর্ডের সভায় আজ মমতা, কালিম্পংকে নতুন জেলা ঘোষণার সম্ভাবনা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কালিম্পং, ২৩ সেপ্টেম্বর : 'উই ওয়ান্ট পিস' স্লোগান আর মানুষের জয়ধ্বনির মধ্য দিয়ে বুধবারই পাহাড়ে পা রেখেছেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার তাঁর সভা কালিম্পংয়ে। তামাং উন্নয়ন পর্ষদের সভায় মূল আকর্ষণ তিনিই। এদিনের সভা থেকেই কি কালিম্পংকে নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী। আগামী লেপচা বোর্ডের সভাতেও উপস্থিত থাকবেন তিনি।

ইতিমধ্যেই পাহাড়ে দশটি উন্নয়ন বোর্ড গড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাহাড়ে ক্রমশই নিজের আধিপত্য বিস্তার করছে তাঁর তৃণমূলও। বুধবার গোর্খা জনমুক্তি মোর্চর বিক্ষোভ সমাবেশেই বোঝা গিয়েছে পাহাড়ে শক্তিক্ষয় হয়েছে বিমল গুরুংয়ের।

তামাং বোর্ডের সভায় আজ মমতা, কালিম্পংকে নতুন জেলা ঘোষণার সম্ভাবনা

যে যে সম্প্রদায়কে নিজস্ব বোর্ড দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই শেরপা, তামাং, রাই, লিম্বু ইত্যাদি সম্প্রদায়ের মানুষেরা নিজেদের 'ট্র্যাডিশনাল' পোশাকে মুখ্যমন্ত্রীকে কালিম্পংয়ে বরণ করে নিয়েছেন। হঠাৎই বিক্ষোভের আবহ বদলে গিয়েছে উৎসবের মেজাজে৷  পাহাড়ে আরও দু'টি সম্প্রদায় এদিন বোর্ডের দাবি তুলেছে৷

যদিও এই মুহূর্তে পাহাড়ে নতুন করে আর বোর্ড গঠনের সম্ভাবনা নেই। কেননা দশ বোর্ডের মধ্যেই পাহাড়ের সব জনজাতিকে কভার করে দেওয়া হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এদিকে মুখ্যমন্ত্রীর আগেই এখানে এসে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা৷ মুখ্যমন্ত্রীকে কালিম্পংয়ে স্বাগত জানায় হরকাবাহাদুর ছেত্রীর দল জন আন্দোলন পার্টিও৷

English summary
kalimpong will be declared as a new district by mamata banerjee !
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X