For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য কমিশনের দায়িত্ব নিচ্ছেন বিচারপতি অসীমকুমার রায়, অনুমতি হাইকোর্টের

বেসরকারি হাসপাতাল শাসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত স্বাস্থ্য কমিশনের দায়িত্ব নিচ্ছেন বিচারপতি অসীমকুমার রায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ মার্চ : বেসরকারি হাসপাতাল শাসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত স্বাস্থ্য কমিশনের দায়িত্ব নিচ্ছেন বিচারপতি অসীমকুমার রায়। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে তাঁকে অনুমতি প্রদান করেছেন। সেইসঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, এখনও কিছুদিন তিনি হাইকোর্টে কর্মরত বিচারপতি। ফলে সেদিনকটাও যেন তিনি খেয়াল রাখেন।[হাসপাতাল শাসনে মুখ্যমন্ত্রীর গঠিত কমিশনের নেতৃত্বে বিচারপতি অসীমকুমার রায়]

কর্মরত বিচারপতিকে কমিশনের মাথায় বসানোয় মুখ্যমন্ত্রীর গড়া হেল্থ রেগুলেটরি কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায়ের নিযুক্তি নিয়ে প্রশ্ন ওঠে, কর্মরত অবস্থায় কোনও বিচারপতি সরকার গঠিত কমিশনের চেয়ারম্যান হতে পারেন কি? যদি হন, তাহলে অন্যান্য বিচার ব্যবস্থার ক্ষেত্রে নিরপেক্ষতা থাকবে কী করে?[মমতার স্বাস্থ্য বিল প্রতিহিংসাপরায়ণ, অবিলম্বে তা প্রত্যাহার করা হোক : আইএমএ]

স্বাস্থ্য কমিশনের দায়িত্ব নিচ্ছেন বিচারপতি অসীমকুমার রায়, অনুমতি হাইকোর্টের

সেই বিতর্ক থাকা সত্ত্বেও বিচারপতি অসীমকুমার রায়কে কমিশনের দায়িত্ব নিতে অনুমতি প্রদান করা হয়েছে। এখনও পাঁচ মাস পরে তিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেবেন। তারপর তাঁর দায়িত্ব সামলানো নিয়ে কোনও অসুবিধা থাকবে না।[বেসরকারি হাসপাতালের 'অসুখ' সারাতে কড়া 'প্রেসক্রিপশন' মমতার, নয়া বিল পাস বিধানসভায়]

তবে প্রধান বিচারপতি এরই মধ্যে অনুমতি দেওয়ায় আর বিতর্কের অবকাশ থাকল না। অবশ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কোনওকারণে বিচারপতি অসীমকুমার রায় কমিশনের নেতৃত্বে থাকতে না পারলে, কমিশনের মাথায় থাকবেন ভাইস চেয়ারম্যান অনিল ভার্মা।[স্বাস্থ্য পরিষেবায় নজরদারিতে হেলথ রেগুলেটরি কমিশন বিল আনছেন মুখ্যমন্ত্রী]

English summary
Justice Asim Kumar Roy is taking charge of health regulatory commission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X