For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গঙ্গায় ঝুলছে কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু, আজ থেকে শুরু মেরামতির কাজ

সেতুর একদিক খোলা রেখে হাল্কা গাড়ি চালানো যায় কি না, তার চেষ্টা চালানো হচ্ছে। তবে শনিবার হেঁটে ব্রিজ পারাপার করতে দেওয়া হলেও, রবিবার তাও বন্ধ করে দেওয়া হয়।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

নদিয়া, ১৭ ডিসেম্বর : আজ থেকে শুরু হচ্ছে কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু মেরামতের কাজ। রবিবার দিনভর পর্যবেক্ষণ চলার পর ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিয়েছেন দেরি না করে তড়ঘড়ি মেরামতের কাজে নেমে পড়তে। সেতুর একদিক খোলা রেখে হাল্কা গাড়ি চালানো যায় কি না, তার চেষ্টা চালানো হচ্ছে। তবে শনিবার হেঁটে ব্রিজ পারাপার করতে দেওয়া হলেও, রবিবার তাও বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায় কবে ফের এই সেতু চলু করা যাবে, তাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

মাত্র ২৬ বছরের পুরনো এই সেতু। ১৯৮৯ সালের ৬ অক্টোবর এই সেতুর উদ্বোধন হয়। ইঞ্জিনিয়াররা মনে করছেন, প্রথম থেকেই গলদ ছিল এই সেতুতে। সেই কারণেই মাত্র ২৬ বছরেই এই হাল হল। আগেও এই ব্রিজে সমস্যা দেখা দিয়েছিল।

গঙ্গায় ঝুলছে কল্যাণীর ঈশ্বর গুপ্ত সেতু, আজ থেকে শুরু মেরামতির কাজ

এখন এই ব্রিজে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ট্রাক, বাস বা অন্যান্য যানবাহনগুলিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। ঈশ্বর গুপ্ত সেতু থেকে বালির নিবেদিতা সেতু বা নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর দূরত্ব ৪০ থেকে ৪৫ কিলোমিটার।

শনিবার প্রথম নজরে আসে ব্রিজ বসে যাওয়ার ঘটনা। পরিস্থিতি এমনই যে কোনও মুহূর্তে গঙ্গায় ভেঙে পড়তে পারে কল্যাণীর ঈশ্বরী গুপ্ত সেতু। গার্ডার সরে গিয়েই এই বিপত্তি। শনিবার সকালে চালকদের লক্ষ পড়ার পরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে নদিয়া-হুগলির মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন।

English summary
Iswar Gupta bridge of Kalyani repairs from today. This bridge can collapse on river Ganga. Girder of pillar turned out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X