For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটের লাইনে অমানবিকতা কাড়ল প্রাণ, টুইটে মোদীকে কটাক্ষ মমতার

নোট আগে না মানুষের জীবন? বান্ডেল স্টেশন চত্বরে এটিএমের লাইন দাঁড়ানো মানুষগুলো দেখালেন নোটই আগে, জীবন যায় যাক।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

হুগলি, ৩ ডিসেম্বর : নোটের লাইনে চরম অমানবিকতার সাক্ষী থাকল হুগলির ব্যান্ডেল। নোটের লাইনে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক সরকারি কর্মী। এই ঘটনায় গভীর মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে উদ্বেগ প্রকাশ করেন। মোদীকে কটাক্ষ করে তিনি টুইট করেন, 'মোদিবাবু কি শুনছেন?'

নোট আগে না মানুষের জীবন? ব্যান্ডেল স্টেশন চত্বরে এটিএমের লাইন দাঁড়ানো মানুষগুলো দেখালেন নোটই আগে, জীবন যায় যাক। চোখের সামনেই একটা মানুষকে শেষ হয়ে যেতেও লাইন ছেড়ে কেউ এগিয়ে এলেন না। শেষপর্যন্ত এটিএমের নিরাপত্তারক্ষী যখন এগিয়ে এলেন, তখন সব শেষ। চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হল ওই ব্যক্তিকে।

নোটের লাইনে অমানবিকতা কাড়ল প্রাণ, টুইটে মোদিকে কটাক্ষ মমতার

বেহালার আদর্শনরের বাসিন্দা কল্লোল রায়চৌধুরী। কোচবিহারে কর্মরত এক সরকারী কর্মী। হুগলির ব্যান্ডেল সেটশেনর বাইরে এটিএম থেকে টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। খানিকক্ষণ দাঁড়ানোর পরই অসুস্থতা অনুভব করেন। তারপরই মাথা ঘুরে পড়ে যান সিঁড়ির উপর। তবু নোটের লাইন ছেড়ে কেউ এগিয়ে আসেননি। অভিযোগ, তাঁকে ওই অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকতে হয়। তারপর এটিএম থেকে ছুটে আসেন নিরাপত্তারক্ষী। তিনিই ব্যবস্থা করেন হাসাপাতলে নিয়ে যাওয়ার। চুঁচুড়া হাসপাতালে যখন তাঁকে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর শরীরে প্রাণ নেই।

নোটের আকাল মানুষকে কতটাই না স্বার্থপর করে দিয়েছে। টাকা তুলতে হবে, লাইন ছেড়ে দিলে আর টাকা পাবো না, শুধু এই চিন্তা থেকে মানুষটার শেষ সময়ে কেউ এক ফোঁটা জল নিয়েও এগিয়ে যাননি। বেঘোরে প্রাণ দিতে হয় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বের প্রকাশ করে টুইটে লেখেন, 'রাজ্যে নোট-দুর্ভোগের জেরে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। গতকাল দু'জন পেনশন ভোগীর মৃত্যুর পর এবার মৃত্যু হল এক সরকারি কর্মীর। মৃতের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি।' তারপরই কটাক্ষ করে তাঁর টুইট, 'মোদীবাবু আপনি কি শুনতে পাচ্ছেন?'

English summary
Inhumanity in Note-line. A man succumbed to death after felling illness in ATM-line at Bandel of Hooghly. CM's tweet attack on Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X