For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সি ভোটার-ইন্ডিয়া টিভি জনমত সমীক্ষা : ১৫৬ টি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূলই

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ মার্চ : নীতি খুইয়ে কংগ্রেস-বাম জোট করেছে, তাই ভয় পাওয়ার কোনও প্রশ্নই নেই। মানুষই ওদের জবাব দেবে। কং-বাম জোটের আভাস পাওয়ার পর থেকেই এই মন্তব্যে জোর দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই কথাতেই সায় দিচ্ছে সিভোটার ও ইন্ডিয়া টিভির যৌথ জনমত সমীক্ষা।

জনমত সমীক্ষার ফল বলছে ১৫৬টি আসনে জিতে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট পেতে পারে ১১৪টি আসন। বিজেপির কোনও গুরুত্বপূর্ণ ভূমিকাই থাকছে না বাংলার বিধানসভা ভোটে। তবে কংগ্রেসের আসন ৪২ থেকে কম ১৩-তে ঠেকতে পারে বলেই সমীক্ষায় উঠে এসেছে। অন্যান্যরা পেতে পারে ৭টি আসন। [জনমত সমীক্ষা : জোট হলে তৃণমূল পাবে ১৮২ টি আসন, না হলে ১৯৭টি]

সি ভোটার-ইন্ডিয়া টিভি জনমত সমীক্ষা : ১৫৬ টি আসনে জিতে ক্ষমতায় আসবে তৃণমূলই

সমীক্ষার ফল মিলে গেলে, তৃণমূল ক্ষমতায় আসলেও আসন অনেকটাই কমবে। ২০১১ সালে ১৮৪টি আসনে জিতে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অন্যদিকে ক্ষমতায় আসতে না পারলেও ঘুরে দাঁড়িয়ে একটা জোরদার টক্কর দিতে চলেছে বামফ্রন্ট। বাম জোটের আসন ৫ বছর আগে যেখান মাত্র ৬০ ছিল, সেখান থেকে বেড়ে ১১৪ হওয়া মানে রাজ্যে বাম হাওয়া ধীরে ধীরে ফের ছড়িয়ে পড়ছে।

ভোট ভাগ দেখতে গেলে তৃণমূলের ভোট ভোগ ৩৭.১ শতাংশে নামতে পারে। গতবারে যা ছিল ৩৮.৯ শতাংশ। বিজেপির ভোটভাগ ৪.১ শতাংশ থেকে বেড়ে ১০.৮ হতে পারে বলেই সমীক্ষায় আভাস।

যদিও কংগ্রেস-বাম জোট হলে চিত্রটা কী হবে সে বিষয়ে এই সমীক্ষায় কোনও আভাস নেই।

English summary
India TV-CVoter poll : With 156 Seats Chief Minister Mamata Banerjee is projected to retain power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X