For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাধ করে জেলে গেলে বিলাপের কিছু নেই, কিন্তু সৎ মানুষের জেলে যাওয়াটা দুঃখের: মমতা

Google Oneindia Bengali News

কলকাতা, ২২ ডিসেম্বর : মদন মিত্রের গ্রেফতারি নিয়ে ফের নাম না করে কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথার মারপ্যাঁচেই ফের আরও একবার বুঝিয়ে দিলেন,অপরাধ না করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক শক্রতার জেরেই জেলে পাঠানো হয়েছে তাঁর বিশ্বস্ত সৈনিক মদন মিত্রকে।

সোমবার চাটার্ড অ্যাকাউন্টের একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বলেন, অপরাধ করে জেলে গেলে বিলাপ করার কিছু নেই, কিন্তু অপরাধ না করে জেলে গেলে সেটা দুঃখের বিষয়।

অপরাধ করে জেলে গেলে বিলাপের কিছু নেই, কিন্তু সৎ মানুষের জেলে যাওয়াটা দুঃখের: মমতা

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কেন্দ্রর পাশাপাশি এই মন্তব্যটি দিয়ে কুণাল ঘোষকেও জবাব দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আজই আদালতে তৃণমূলের সাসপেন্ড হওয়ায় সাংসদ কুণাল ঘোষ অভিযোগ করেন, একই কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া সত্ত্বেও মদন মিত্র রাজার হালে রয়েছেন, পুলিশ তাকে খাতির যত্ন করছে অথচ তাঁর বেলায় গলাধাক্কা দেওয়া হচ্ছে। একইসঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদা মিডিয়া থেকে সুবিধাভোগীর তালিকায় একনম্বরে বলেও অভিযোগ তোলেন কুণাল।

আরও পড়ুন : মমতা-মুকুলের বিরুদ্ধে নয়া তথ্যপ্রমাণ দিতে চান কুণাল, আর্জি মঞ্জুর আদালতের

মূলত কুণাল ও মদনের মধ্যে পার্থক্যটা কী তা কুণাল ঘোষকে বোঝাতে এই মন্তব্যটি করেছেন দলনেত্রী। অর্থাৎ নাম না করেই দলনেত্রীর বোঝাতে চেয়েছেন কুণাল অপরাধ করে জেলে গিয়েছে বলে সরকার বা তিনি তার পাশে নেই, কিন্তু মদন অপরাধী নয়, তাই তার সঙ্গে তিনি রয়েছেন। যদিও বিরোধীরা মনে করছে, মদনের গ্রেফতারির মাধ্যমেই দলের মাথাদের দিকে এগোতে শুরু করে দিয়েছে সিবিআই, তাই এখন মদনকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মমতা। আর তাই একদা প্রিয় কুণালকে সরাসরি চোর সাজাতে আপত্তি নেই তাঁর।

English summary
If someone goes to jail for a crime, then there is nothing to lament. If an honest person is sent to jail, it is sad: Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X