For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূল্যে ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা পরিষেবা এইসব এলাকায়

পশ্চিমবঙ্গের ১০ টি প্রত্যন্ত এলাকায় এবার ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চালু করতে চলেছে হিউম্য়ানিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে, সপ্তাহে ছয়দিন

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের ১০ টি প্রত্যন্ত এলাকায় এবার ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চালু করতে চলেছে হিউম্য়ানিটি হাসপাতাল কর্তৃপক্ষ।

সকালে ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে, সপ্তাহে ছয়দিন।

বিনামূল্যে ভিডিওকলের মাধ্য়মে চিকিৎসা পরিষেবা এইসব এলাকায়

প্রত্যন্ত এলাকায় একটি করে জায়গা নির্দিষ্ট করে ওষুধের সংস্থান রাখা হয়েছে। রাখা হয়েছে কম্পাউন্ডার। তাঁরাই ভিডিওকলের মাধ্য়মে দক্ষিণ ২৪ পরগনা বাখড়াহাট রোডে থাকা হিউম্যানিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। সেখান থেকেই চিকিৎসকরা প্রত্যন্ত এলাকার মানুষগুলিকে পরিষেবা প্রদান করবেন। যে কাজটি হবে একেবারে বিনামূল্যে।

বিনামূল্যে ভিডিওকলের মাধ্য়মে চিকিৎসা পরিষেবা এইসব এলাকায়

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনার কুমীরমারি, পূর্ব মেদিনীপুরের ছোট উদয়পুর, পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর, মানিকপাড়া এবং হুগলি ও বাঁকুড়ার একাধিক প্রত্যন্ত জায়গায় এই পরিষেবা মিলবে।
দক্ষিণ ২৪ পরগনার বাখড়াহাট রোডে থাকা হিউম্যানিটি হাসপাতালের এখনকার শয্যা সংখ্য়া ২৫। ১৯৯৬ সালে যাত্রা শুরুর বছরে শয্যা সংখ্যা ছিল মাত্র ৪।

বিনামূল্যে ভিডিওকলের মাধ্য়মে চিকিৎসা পরিষেবা এইসব এলাকায়

১৯৭১-এ বিনা চিকিৎসায় সবজি বিক্রেতা স্বামীর মৃত্যুর পরে গরিব মানুষের চিকিৎসায় কিছু করার জন্য প্রতীজ্ঞাবদ্ধ হয়েছিলেন সবজি বিক্রেতা সুভাষিনি মিস্ত্রি। সেই থেকেই তিলতিল করে গড়ে তোলেন ওই হাসপাতাল। সেখানে বিনামূল্যেই চলে চিকিৎসা পরিষেবা। এবার সেই পরিষেবাকে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছে মিস্ত্রি পরিবার।
English summary
Humanity hospital of South 24 parganas spreading services to remote areas through video call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X