For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড় বনধ : মোর্চাকে তুলোধনা হাইকোর্টের, পরিস্থিতি মোকাবিলায় নির্দেশ সরকারকে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ সেপ্টেম্বর : বনধ নিয়ে মোর্চাকে তুলোধনা করল হাইকোর্ট। মঙ্গলবার এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মোর্চাকে তুলোধনা করে রাজ্যকে বনধ মোকাবিলা করতে নির্দেশ দেয়। পাহাড়ের জনজীবন সচল রাখতে আদালতের নির্দেশিকার পরই প্রশাসনিক মহলও তৎপরতা শুরু করেছে। তবে এরপরও মোর্চা বনধের সিদ্ধান্তে অনড়।

মঙ্গলবার তৃণমূল সাংসদ ইদ্রিশ আলির করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি গিরীশ গুপ্তা নির্দেশ দেন, বনধ পালন করলে আদালত অবমাননা হবে। তার প্রেক্ষিতে জনস্বার্থ মামলা করারও নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই বনধের সমর্থনে পাহাড়ে মিছিল শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। পাল্টা বনধ বিরোধিতায় মিছিল করছে তৃণমূলও।

পাহাড় বনধ : মোর্চাকে তুলোধনা হাইকোর্টের, মোকাবিলায় নির্দেশ সরকারকে

আগামীকাল বুধবারও তৃণমূল বনধ বিরোধিতায় পাহাড়ে মিছিল করবে বলে জানিয়ে দিয়েছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। গৌতমবাবু এদিনও প্রতিক্রিয়ায় জানিয়ে দিয়েছেন, বনধ মোকাবিলায় আমরা রাস্তায় নামব। অতিরিক্ত বাসও চালানো হবে বনধের দিন।

গৌতমবাবু এদিন আরও জানিয়েছেন, আমরা পাহাড়ে উন্নয়ন চাই। পাহাড়ের ক্ষতি হোক এমন সিদ্ধান্তের বিরোধিতা আমরা সবসময় করে এসেছি। আজও সেই বিরোধিতা থেকে পিছু হটব না। এখন ভরা উৎসবের মরশুম। পর্যটকরা ভিড় জমাচ্ছেন দার্জিলিংয়ে। অথচ মোর্চা বনধ ডেকে সেই শান্তিপূর্ণ আবহকে বিষিয়ে দিতে চাইছে। তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাই বনধ মোকাবিলায় প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করেই ঝাঁপিয়ে পড়বে শাসক দল।

হরকাবাহাদুর ছেত্রীর দল জন আন্দোলন পার্টিও পাহাড়ে বনধের বিরোধিতা করেছে। তারাও এদিন কালিম্পংয়ে মিছিল করে জানিয়ে দেয় পাহাড় বনধের বিরুদ্ধেই তারা।

English summary
High Court Ordered Morcha not to Stop mountain, Govt Should manage the situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X