For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁকুড়ায় কয়লাখনিতে ধসে মৃত ৪, নিখোঁজ বহু,কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ

বাঁকুড়ার কালিকাপুরে কয়লাখনি ধসে মৃত ৪ জন শ্রমিক। এখনও পর্যন্ত খোঁজ নেই বহু জনের। ঠিক কতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না,সেই সংখ্যা নিয়ে রয়েছে ধন্দ।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ জানুয়ারি: বাঁকুড়ার মেজিয়ার কালিকাপুরে কয়লাখনি ধসে মৃত ৪ জন শ্রমিক। এখনও পর্যন্ত খোঁজ নেই বহু জনের। ঠিক কতজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই সংখ্যা নিয়ে রয়েছে ধন্দ।

গোটা এলাকা জুড়ে কয়লা মাফিয়ারা ছেয়ে থাকায় ত্রাণের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। শেখ শাহ, শেখ সইদুল, ও শেখ রইজুল নামের তিনজন ঘটনায় মৃত বলে অসমর্থিত সূত্রের খবর।

বাঁকুড়ায় কয়লাখনিতে ধসে মৃত ৪, নিখোঁজ বহু,কয়লা মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযো

অভিযোগ, যে কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে ,তা একটি অবৈধ কয়লাখনি। আরও অভিযোগ, বাঁকুড়ার মেজিয়া জুড়ে এরকম বহু অবৈধ খনি রয়েছে । এই কয়লাখনি তারই একটি বলে সূত্রের দাবি। ঝাড়খণ্ড সংলগ্ন এই এলাকা জুড়ে রমরমিয়ে চলে অবৈধভাবে কয়লা তোলার ব্যবসা বলেও জানা গিয়েছে।

এই সমস্ত কয়লাখনি গুলিতে, পাশের ঝারখণ্ড থেকে বহু শ্রমিকরা এসে কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মূল ঘটনা কিছুদিন আগের হলেও, এলাকায় কয়লা মাফিয়াদের রমরমায় রাজনৈতিকভাবে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ।

English summary
At least four persons are confirmed dead and many missing in a coal mine collapse in Kalikapur village of Mejhia block in Bankura district.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X