For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধ বানচাল করতে রাতে অফিসেই থাকার নির্দেশিকা রাজ্য সরকারের

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ সেপ্টেম্বর : ফের একটা বনধ ও ফের একবার সরকারি নির্দেশিকা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বনধের দিন অফিসে না এলে বেতন কাটা যাবে। একইসঙ্গে সার্ভিস ব্রেকও হবে বলে জানিয়েছে সরকার। [আগামিকাল অফিসে না গেলেই একদিনের বেতন 'ঘ্যাচাং ফু']

এদিন অর্থাৎ মঙ্গলবার একেবারে নির্দেশিকা দিয়ে সরকারি অফিসারদের জানানো হল বামেদের সাধারণ ধর্মঘটে অফিস সচল রাখার নির্দেশের কথা। একইসঙ্গে জানানো হয়েছে, প্রয়োজন মনে করলে সরকারি আধিকারিকরা এদিন রাতে অফিসেই থাকতে পারবেন। তবে যেকোনও মূল্যেই কাজের জায়গা আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক রাখতে হবে।

বনধ বানচাল করতে রাতে অফিসেই থাকার নির্দেশিকা রাজ্যের


বামেরা বা অন্যদলগুলি তৃণমূল সরকারে আসার পরে বেশ কয়েকটি বনধ ডেকেছে। কাজে না এলে মাইনে কাটা যাবে, কর্মজীবন থেকে একটি দিন কাটা যাবে, এসব বলে প্রতিবারই সরকারি নির্দেশিকা জারি হয়েছে।

তবে নির্দেশিকা দিয়ে সরকারি আধিকারিকদের প্রয়োজনে অফিসে থাকার কথা জানানোর ঘটনা এই প্রথম ঘটল। অন্যদিকে সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে তোপ দেগেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। নির্দেশিকা ছুঁড়ে ফেলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সরকারি কর্মচারিদের উদ্দেশে সূর্যবাবু খোঁচা, যাঁরা টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কৃষকের আত্মহত্যা, বামেদের মিছিলের উপর লাঠিচার্জের মত ঘটনাকে সমর্থন করেন তাঁরা বনধের বিরোধিতা করুন। আর যদি এই সমস্ত ঘটনার প্রতিবাদ করতে হয় তাহলে আগামিকাল বনধ সফল করুন।

English summary
Follow the guidelines for strike, says TMC govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X