For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বিচ্ছিন্ন রেল-সড়ক যোগাযোগ

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। বহু জায়গাতেই জল নামতে শুরু করলেও, বেশ কয়েকটি জায়গায় এখনও জমে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। বহু জায়গাতেই জল নামতে শুরু করলেও, বেশ কয়েকটি জায়গায় এখনও জমে রয়েছে। উত্তরবঙ্গের এর ফলে রেল যোগাযোগ তথা সড়ক যোগাযোগ ব্য়াহত হয়েছে। বৃষ্টির জেরে জল ক্রমাগত জমতে থাকায় উত্তরবঙ্গমুখী বেশ কয়েকটি ট্রেন বাতিল রয়েছে। উত্তরবঙ্গ থেকে হাওড়া বা শিয়ালদহতেও আসতে পারছেনা কোনও ট্রেন।

[আরও পড়ুন:ভারী বর্ষণের জের, বিহার মৃত ৪১, প্লাবনে বিপর্যস্ত অসমে বাড়ছে মৃতের সংখ্যা ][আরও পড়ুন:ভারী বর্ষণের জের, বিহার মৃত ৪১, প্লাবনে বিপর্যস্ত অসমে বাড়ছে মৃতের সংখ্যা ]

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বিচ্ছিন্ন রেল-সড়ক যোগাযোগ

এদিকে, বৃষ্টিতে প্লাবনের আশঙ্কায় সন্ত্রস্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গার মানুষ। এখনও জলমগ্ন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি এলাকা। গ্রামে জল ঢোকায় ভেঙে পড়েছে মাটির বাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কোচবিহারের বেশ কিছু ব্লক। তবে এই জলমগ্ন অবস্থাতেও মঙ্গলবার কোচবিহারের ভেলাকোবাতে পালিত হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই গ্রামেই বৃষ্টির জেরে ধসে গিয়েছে বহু মাটির বাড়ি।

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন, বিচ্ছিন্ন রেল-সড়ক যোগাযোগ

গত রবিবার থেকেই মহানন্দা, রায়ডাক সহ একাধিক নদী ফুঁসতে শুরু করে। মহানন্দার জলের প্রবল বেগে ভেঙে পড়ে উত্তর দিনাজপুরের ডালখোলার জাতীয় সড়কের একাংশ। ফলে শিলিগুড়ি কলকাতা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মালদায় বন্যা পরিস্থিতির অবনতি। ফুলহার নদীর জল ঢুকে পড়ায় প্লাবিত হরিশচন্দ্রপুরের ১৫টি গ্রামে। সোমবার থেকেই এই নদীর জল বিভিন্ন গ্রামে ঢুকতে শুরু করে। পাশপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জল ঢুকতে শুরু করেছে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুসুমুন্ডিতে।

English summary
floodlike situation gets worsen in north bengal. connectivit gets disrupted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X