For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জটিল দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, খানাকুলে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ২ মহিলা ও শিশু সহ ৩

ডিভিসির ছাড়া জলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে বহু জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ডিভিসির ছাড়া জলে ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুর, বর্ধমান থেকে শুরু করে বহু জেলার বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায় রয়েছে। কোথাও কোমর জল, কোথাও বুক সমান জল, কোথাও আবার মাথা ছাড়িয়েছে জল।

জটিল দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, খানাকুলে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ২ মহিলা ও শিশু সহ ৩

[আরও পড়ুন:সব শিল্পের সমস্ত কর্মীর জন্যই ন্যূনতম বেতন, বিলে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার][আরও পড়ুন:সব শিল্পের সমস্ত কর্মীর জন্যই ন্যূনতম বেতন, বিলে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার]

খানাকুলে নৌকা উল্টে একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ প্রায় ২৫ জন। এদিনও সকালে ডিভিসি প্রায় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। যার জেরে মুণ্ডেশ্বরীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বহু এলাকা।

জটিল দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, খানাকুলে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ২ মহিলা ও শিশু সহ ৩

এর পাশাপাশি হুগলি, উদয়নারায়ণপুর, আমতা, এদিকে বড়জোড়া, সোনামুখীর কয়েকটি গ্রাম ভেসে গিয়েছে। এছাড়া ঘাটালে জল এতটাই বেড়ে গিয়েছে যে অবস্থা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বানভাসী এলাকায় উদ্ধারকারী দল নেমেছে।

জটিল দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি, খানাকুলে নৌকাডুবি, মৃত ১, নিখোঁজ ২ মহিলা ও শিশু সহ ৩

[আরও পড়ুন:রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা ফেসবুকের][আরও পড়ুন:রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা ফেসবুকের]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমতা, উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান। বারবারই তিনি জানিয়েছেন, কীভাবে রাজ্যের তরফে আগের মনমোহন সিংয়ের সরকারকে বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হতে অনুরোধ করে হয়েছিল। এর পাশাপাশি বর্তমান নরেন্দ্র মোদী সরকারকেও বন্যা পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে।

English summary
Flood situation worsen in South Bengal, many areas still under water, 1 dead, 3
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X