For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিমনিটাইজেশন শেষ, শুরু হোক ডিমোদীটাইজেশন, মোদীকে কটাক্ষ মমতার

"ডিমনিটাইজেশন শেষ এবার ডিমোদীটাইজেশন শুরু। ২০১৭ সালটা ডিমোদীটাইজেশনের জন্য মনে রাখা হবে। এই ডিমোদীটাইজেশনই ভারতের ১২৫ কোটি ভারতবাসীর রেজোলিউশন হওয়া উচিত।" বললেন মমতা।

Google Oneindia Bengali News

কলকাতা, ১ জানুয়ারি : বর্ষবরণের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণ নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। ভাষণ শেষ হতেই মোদীকে আসল বক্তব্য থেকে সরে যাওয়ার অভিযোগে তুলে আক্রমণ করতে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পাশাপাশি মোদীকে কটাক্ষ করে মমতা টুইট করেন, "ডিমনিটাইজেশন শেষ এবার ডিমোদীটাইজেশন শুরু। ২০১৭ সালটা ডিমোদীটাইজেশনের জন্য মনে রাখা হবে। এই ডিমোদীটাইজেশনই ভারতের ১২৫ কোটি ভারতবাসীর রেজোলিউশন হওয়া উচিত।"

ডিমনিটাইজেশ শেষ, শুরু হোক ডিমোদীটাইজেশন, মোদীকে কটাক্ষ মমতার

এরপর মোদীকে আক্রমণ করে একের পর এক টুইট করতে থাকেন মমতা। কত কালো টাকা উদ্ধার হয়েছে তা নিয়েও প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।

মমতা বলেন "কালো টাকা এবং নোট বাতিলের মতো আসল বিষয় এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী। বাজেটের আগেই অর্থমন্ত্রী সেজে প্রাক বাজেট ভাষণ দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নিজেই। মোদীবাবু, ফাঁকা কলসির আওয়াজ বেশি।"

শুধু তাই নয়, মোদীকে কটাক্ষ করে মমতা মন্তব্য, প্রধানমন্ত্রী শুদ্ধিকরনেপ নাম করে দেশ চালাচ্ছেন আর করছেন বুদ্ধিহরণ। প্রতিশ্ররতি ভেঙেছেন প্রধানমন্ত্রী।

English summary
‘End of Demonetisation, start of DeModitisation’: Mamata slams PM’s address
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X