For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা তদন্তে বাজেয়াপ্ত আরও ৫০০ কোটি টাকার সম্পত্তি যুক্ত ইডির খাতায়

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : সারদা চিট ফান্ড কেলেঙ্কারির তদন্তে নেমে আরও ৫০০ কোটি টাকার সম্পত্তি তাঁদের হিসেবের খাতায় যোগ করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে।

সারদা কর্ণধার সুদীপ্ত সেনের নামে মালদার বিষ্ণুপুরে বিশাল পরিমাণ এই জমি ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন।

এর আগের হিসেব ধরলে ১০৫০ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল। ইডির এক আধিকারিক জানান, এর সঙ্গে এবারের ৫০০ কোটি টাকা ধরলে দেড় হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে।


এর আগের হিসেব ধরলে ১০৫০ কোটি টাকার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল। ইডির এক আধিকারিক জানান, এর সঙ্গে এবারের ৫০০ কোটি টাকা ধরলে দেড় হাজার কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে।

বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের নামে থাকা সম্পত্তি ও তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নর সম্পত্তিও রয়েছে।

তদন্তে জানা গিয়েছে, সারদা বাজার থেকে মোট ২৫০০ কোটি টাকার মতো তুলেছিল। এর মধ্যে ১৫০০ কোটি টাকাই উদ্ধার করা হয়ে গিয়েছে। আদালতের নির্দেশ পেলেই সেই সম্পত্তি নিলামে তোলা হবে।

English summary
ED to attach another Saradha properties to the list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X