For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ ঘন্টার জেরার পর রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করল ইডি

Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ মার্চ: রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করা হল। বুধবার ৬ ঘন্টা দফায় দফায় জেরা করার পর অবশেষে সন্ধ্যেবেলায় গৌতমবাবুকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি। রোজ ভ্যালির কর্ণধারের থেকে যে যে নথি চাওয়া হয়েছিল এবং টাকার হিসাব দিতে বলা হয়েছিল, তা দিতে পারেননি গৌতমবাবু। আর তারই জেরে পঞ্চমবার জেরার পর অবশেষে গ্রেফতার করা হল। শুরু হল রোজভ্যালিক সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়ায়ও।

আরও পড়ুন : সারদা শিশু, রোজ ভ্যালির কেলেঙ্কারির পরিমাণ ১৫ হাজার কোটি, বলছে ইডি

আরও পড়ুন : ডেলোতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠকের কথা মানলেন গৌতম কুণ্ডু

সম্প্রতি সারদা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়েছে দেশ। সারদা-কাণ্ডে আর্থিক নয়ছয়ের পরিমাণ ছিল আড়াই হাজার কোটি টাকা। কিন্তু ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি অনুয়ায়ী, ১৫ হাজার কোটি টাকা গরমিল রয়েছে রোজ ভ্যালির ব্যবসায়!

৬ ঘন্টার জেরার পর রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করল ইডি

রোজভ্যালির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম বিভিন্ন জায়গা থেকে প্রায় ১ কোটি মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা তুলছিল রোজভ্যালি। সেবির তরফে বারবার নোটিশ দিয়ে এই বেআইনিভাবে টাকা তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি। অভিযোগ, বারণ করা সত্ত্বেও এখনও একইভাবে বেআইনি উপায়ে টাকা তুলছিল এই গোষ্ঠী।এরই মাঝে ইডি ৫ বার গৌতম বাবুকে দফতরে ডেকে জেরা করে।

বুধবারও রোজভ্যালি কর্ণধারকে জেরা শুরু করে ইডি। দিল্লি থেকে ইডির এক আধিকারিক এসেছিলেন। গৌতম কুণ্ডুকে দফায় দফায় মোট ৬ ঘন্টা জেরা করা হয়। তাঁকে এই ১৫ হাজার কোটি টাকার হিসাব দিতে বলা হয়। এবং এই সংক্রান্ত নথি দিতে বলা হয়। বাজার থেকে বেআইনি ভাবে কত টাকা তুলেছে রোজভ্যালি সে প্রশ্নও করা হয়। বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সদুত্তর মেলেনি তাঁর কাছ থেকে। নথি পেশের জন্য আরও একদিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তাতে সন্তুষ্ট নয় ইডি আধিকারিকরা। শেষমেষ সিদ্ধান্ত নেওয়া হয় গৌতম কুণ্ডুকে আজই গ্রেফতার করার।

উল্লেখ্যে এর আগেই রোজভ্যালির আড়াই হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিছু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিল রোজ ভ্যালি। তবে আদালত জানিয়ে দেয় ইডি ঠিকঠাক তদন্ত করছে। অতএব তা চলবে। রোজভ্যালির সম্পত্তিও অ্যাটচ করার পক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

English summary
ED arrests Rose Valley chief Gautam Kundu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X