For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যারাথন বৃষ্টি : 'মা গঙ্গা'র দিকে তাঁকিয়ে অসহায় মহানাগরিক

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ অগাস্ট : গত কয়েকদিন আগে থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস ছিল। সেইমতো ম্যারাথন বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের। গত ২-৩ দিন কার্যত ছোট গলি-মহল্লা থেকে শহরের রাজপথ খাল-বিলের চেহারা নিয়েছে। [রাতভর বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমা, দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা]

কলকাতার সব নামী-অনামি, চেনা-অচেনা রাস্তা জলের তলায়। এঁদো বস্তি থেকে ঝাঁ চকচকে আবাসন, সব জায়গারই দখল নিয়েছে বৃষ্টির জল। শহরবাসী দুষছেন কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থাকে। বহুদিন নিকাশি সংস্কার না হওয়াতেই এমন অবস্থা এবং আগামিদিনে কোনও ব্যবস্থা না নেওয়া হলে সমস্যা আরও বাড়বে বই কমবে না। এমনটাই মনে করছেন নাগরিকেরা। ['কোমেন' ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ]

ম্যারাথন বৃষ্টি : 'মা গঙ্গা'র দিকে তাঁকিয়ে অসহায় মহানাগরিক


অন্যাদিকে কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় তাঁকিয়ে রয়েছেন মা গঙ্গার দিকে। গঙ্গায় এখন ভরা জোয়ার চলছে। টানা বৃষ্টিতে তা আরও ফুলে ফেঁপে উঠেছে। ফলে শহরের রাজপথে জমে থাকা জল কোনও অবস্থাতেই গঙ্গায় ফেলা যাচ্ছে না। মেয়রের কথায়, সবকটি পাম্পিং স্টেশনই কার্যকর রয়েছে। তবে জমা জল সরতে বাধা হয়ে দাঁড়িয়েছে ভরা কোটাল। [আগামী ৪৮ ঘণ্টা নিম্নচাপ জারি কলকাতায়]

আগামী ২৪ ঘণ্টাও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন অবস্থায় শহরবাসীর গঞ্জনার হাত থেকে বাঁচতে আকাশ আর 'মা গঙ্গা'-র স্মরণ নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়।

English summary
Due to record rainfall and high tide in Ganges, Kolkata get flooded : Mayor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X