For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাত্মা গান্ধী-নেতাজিও জেলে গিয়েছিলেন, কর্মীদের চাঙ্গা করতে টোটকা মদনের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ককক
কলকাতা, ১২ ডিসেম্বর: জওহরলাল নেহরু থেকে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই জেলে গিয়েছেন। সুতরাং জেলকে অত ভয় কেন? সিবিআই দফতরে যাওয়ার আগে অনুগামীদের এমনই অভয়বাণী দিয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।

সারদা-কাণ্ডে সিবিআই জেরার মুখোমুখি হতে শুক্রবার সকাল এগারোটায় সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন মিত্র। তার আগে বৃহস্পতিবার রাতে মুষড়ে পড়া চ্যালাদের চাঙ্গা করতে শোনান অমোঘ বাণী। তিনি বলেছেন, "আরে ভয় পাচ্ছিস কেন তোরা? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এঁদের কথা ভেবে দ্যাখ! এঁরাও তো জেলে গিয়েছিলেন। জেলের কথা শুনে অত ভয় পেলে চলবে না।"

মদনবাবুর এই কথায় বিরোধীরা বেজায় হাসাহাসি শুরু করলেও তিনি বিন্দুমাত্র সঙ্কুচিত নন। আর দাদার কথা শুনে তাঁর অনুগামীরা এ দিন সকাল থেকেই ভিড় জমিয়েছেন সল্ট লেকে সিবিআই অফিসের সামনে। ঠিক হয়েছে, জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দিলে সিবিআই অফিসের সামনে থেকে মালা পরিয়ে মদনবাবুকে গাড়িতে চাপিয়ে ভবানীপুর এনে সংবর্ধনা দেবে অনুগামীরা। আর গ্রেফতার হলে সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে কলকাতার বিভিন্ন জায়গায়।

English summary
Don't be afraid of jail, even Mahatma Gandhi, Netaji went to prison: Madan Mitra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X