For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়েবাড়িতে দলমা হানা, ভাঙল বাড়ি, পণ্ড ব্যবস্থাপনা

বিয়েবাড়িতে হানা দিল দলমা হাতি। মুহূর্তে লণ্ডভণ্ড করে দিয়ে জঙ্গলে পালাল সে। পণ্ড হয়ে গেল বিয়েবাড়ির যাবতীয় ব্যবস্থাপনা।

  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ার, ২৫ জানুয়ারি : বিয়েবাড়িতে হানা দিল দলমা হাতি। মুহূর্তে লণ্ডভণ্ড করে দিয়ে জঙ্গলে পালাল সে। পণ্ড হয়ে গেল বিয়েবাড়ির যাবতীয় ব্যবস্থাপনা। চাল-ডাল থেকে শুরু করে আসবাবপত্র নষ্ট, বাড়ি ভাঙচুর করে দেয় হাতিটি। চাঞ্চল্যকর এই ঘটনা আলিপুরদুয়ারের মাদারিহাটে। জঙ্গল থেকে বেরিয়ে দাঁতালটি সটান ঢুকে পড়ে ওয়াইবা বস্তিতে।[(ভিডিও) বর্ধমানে মত্ত হাতির হামলায় মৃত চার গ্রামবাসী]

মাদারিহাট ব্লকের বান্দাপানি চা বাগান এলাকায় নিত্যদিন খাবারের খোঁজে দলমার দল ঢুকে পড়ে জনবসতিপূর্ণ এলাকায়। সেইমতো এদিন একটি পূর্ণ বয়স্ক দাঁতাল হাতি ঢুকে বস্তি এলাকায়। সেখানে কুমার ছেত্রীর বাড়িতে চলছিল মেয়ের বিয়ের তোড়জোড়। একেবারে বাড়ির দেওয়ালে এসে ধাক্কা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দেওয়াল। বাড়িতে ঢুকে চাল-ডাল খেয়ে জিনিসপত্র নষ্ট করে যায় হাতিটি।[(ভিডিও) বাঘেদের চারণভূমি হয়ে উঠেছে দোহার ব্যস্ত রাস্তা]

বিয়েবাড়িতে দলমা হানা, ভাঙল বাড়ি, পণ্ড ব্যবস্থাপনা

মেয়ের বিয়ের আগের দিন রাতে অনুষ্ঠান বাড়িতে ঢুকে হাতি সমস্ত কিচু লণ্ডভণ্ড করে দেওয়ায় মাথায় হাত কুমার ছেত্রীর। তিনি আবার নতুন করে সমস্ত সাজাচ্ছেন মোয়ের বিয়ের জন্য। ফলে সঙ্কটে পড়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফথরের কর্মীরা। দলগাঁও রেঞ্জের রোঞ্জার সাহেব বলেন, এই খবর পেয়েছি। আমরা বন দফতরের কর্মীদের পাঠিয়েছি এলাকায়। হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

English summary
Dalama striked at the wedding house of Alipurduar. Elephant broke home, spoiled Management
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X